ইসরাইলি প্রতিপক্ষের বিরুদ্ধে অলিম্পিকে খেলবেন না আলজেরিয়ার জুডো খেলোয়াড়
(last modified Mon, 29 Jul 2024 05:55:27 GMT )
জুলাই ২৯, ২০২৪ ১১:৫৫ Asia/Dhaka
  • মেসাউদ রেদোয়ানে দ্রিস
    মেসাউদ রেদোয়ানে দ্রিস

ইহুদিবাদী ইসরাইলের খেলোয়াড়ের সাথে প্রতিযোগিতা করবেন না বলে প্যারিস অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আলজেরিয়ার জুড়ো খেলোয়াড় মেসাউদ রেদোয়ানে দ্রিস। চলতি অলিম্পিকের প্রথম ম্যাচে তার ইসরাইলি প্রতিপক্ষ দোহার বাটবুলের বিরুদ্ধে খেলার কথা ছিল। 

অলিম্পিক ম্যাচ থেকে আলজেরিয়ার খেলোয়াড় নাম প্রত্যাহার করে নেয়ার পর আন্তর্জাতিক জুডো ফেডারেশন সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে গতকাল (রোববার) ইসরাইলি খেলোয়াড় বাটবুলকে বিজয়ী ঘোষণা করে।

বাটবুলের বিপক্ষে খেলার আগের দিন দ্রিসকে ওজন কমানোর জন্য আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। পুরুষদের ৭৩ কিলোগ্রাম বিভাগে আজ প্রথম ম্যাচটি অনুষ্ঠানের কথা ছিল।

এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক গেইমসে আলজেরিয়ার জুডো খেলোয়াড়রা বাটবুলের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকলেন। ২০২১ সালে টোকিও গেইমসে আলজেরিয়ার ফেথি নুরিন বাটবুলের সাথে সম্ভাব্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচ এড়াতে ইভেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

আলজেরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯

 

ট্যাগ