‘মার্কিন সবুজ সংকেতের পরই হানিয়াকে হত্যা করেছে ইসরাইল’
(last modified Sat, 03 Aug 2024 05:31:42 GMT )
আগস্ট ০৩, ২০২৪ ১১:৩১ Asia/Dhaka
  • ইসমাইল খাতিব
    ইসমাইল খাতিব

ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, আমেরিকা থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেবল ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করেছে। ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় পাঠানো শোকবার্তায় একথা বলেছেন ইরানের গোয়েন্দামন্ত্রী। 

গত বুধবার তেহরানে অবস্থানকালে রাত ২টার দিকে ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন। ওই হামলায় তার একজন দেহরক্ষীও শহীদ হয়েছেন। এ বিষয়ে ইরানের গোয়েন্দামন্ত্রী সুস্পষ্ট করে বলেন, “আমেরিকার সবুজ সংকেতের পর ইসমাইল হানিয়াহকে ইসরাইল শহীদ করেছে।

এই হত্যাকাণ্ডের মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইলের পশুবৃত্তি আবারো পরিষ্কার হয়ে উঠেছে বলে মন্তব্য করেন ইসমাইল খাতিব। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের চালানো আল-আকসা স্টর্ম অপারেশনের সফল বাস্তবায়নের প্রতিশোধ নিতে ইসরাইল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`

ট্যাগ