হামাসের হামলায় ৪০১ আর্মার্ড ব্রিগেডের কমান্ডার নিহত
(last modified 2024-10-21T06:19:59+00:00 )
অক্টোবর ২১, ২০২৪ ১২:১৯ Asia/Dhaka
  • কর্নেল এহসান দাকসা
    কর্নেল এহসান দাকসা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে প্রচণ্ড সংঘর্ষে ইহুদিবাদী ইসরাইলের ৪০১তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান দাকসা নিহত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।

টাইমস অব ইসরাইল বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের ৬ জন কর্নেল নিহত হয়েছে তার মধ্যে এহসান দাকসা অন্যতম। পত্রিকাটি জানিয়েছে, গত বছর ৭ অক্টোবর হামাসের অভিযানের দিন চার ইসরাইলি কর্নেল নিহত হয়েছিল।

দ্রুজ জন-অধ্যুষিত দালিয়াত আল-কারমেল শহর থেকে উঠে আসা দাকসা ইসরাইলের ৪০১তম ব্রিগেডের কমান্ডার হিসেবে গত জুন মাসে দায়িত্ব নিয়েছিল। তার মৃত্যুতে ইসরাইলের ভেতরে এক রকমের তোলপাড় সৃষ্টি হয়েছে। দখলদার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, "এহসান দাকসার মৃত্যু ইসরাইল এবং সামগ্রিকভাবে ইসরাইলি সমাজের জন্য বড় ক্ষতি।"

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে গত কয়েকদিনে যে ভয়াবহ হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালানো হয়েছে তার মূলনায়ক ছিল এই এহসান দাকসা। 

শনিবার রাতে ইহুদিবাদী ইসরাইল জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে যাতে ৫৩ জনের বেশি মানুষ শহীদ এবং বহু আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। 

এদিকে, শনিবার আরো ২ ইসরাইলি সেনা উত্তর গাজায় নিহত হয়েছে বলে দখলদার সরকার জানিয়েছে। নিহত এই দুই সেনাও ৪০১তম ব্রিগেডের সদস্য ছিল।

ইসরাইলের হিসাব মতে সর্বশেষ হতাহতের ঘটনার পর গত এক বছরে ইসরাইলের মোট ৭৪৭ জন সেনা নিহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২১

ট্যাগ