পশ্চিমারা দ্বিমুখী নীতি ও বৈষম্যে ভরা বিশ্ব তৈরি করেছে
(last modified 2024-10-20T12:29:28+00:00 )
অক্টোবর ২০, ২০২৪ ১৮:২৯ Asia/Dhaka
  • পশ্চিমারা দ্বিমুখী নীতি ও বৈষম্যে ভরা বিশ্ব তৈরি করেছে
    পশ্চিমারা দ্বিমুখী নীতি ও বৈষম্যে ভরা বিশ্ব তৈরি করেছে

পার্সটুডে- জাতিসংঘের স্বাধীন প্রতিবেদক ইরানা খান "বৈষম্য এবং দ্বৈত নীতির" কঠোর সমালোচনা করে বলেছেন, এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিন সমর্থকদের বিভিন্ন বক্তৃতা বিবৃতি প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি ইহুদিবাদী ইসরাইলের নানা অপরাধের সমালোচনা করে বলেছেন, ইসরাইলকে কোনো ধরণের জবাবদিহিতা করতে হচ্ছে না। পার্সটুডে এবং ইসনা জানিয়েছে, ইরানা খান আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোতে ফিলিস্তিনের সমর্থকদের বিক্ষোভ দমনের কথা উল্লেখ করে বলেছেন, "সাম্প্রতিক বছরগুলোতে অন্য যেকোনো যুদ্ধের চেয়ে গাজা যুদ্ধের ব্যাপারে,বাকস্বাধীনতা সবচেয়ে বেশি হরণ করা হয়েছে এবং সাংবাদিকদের টার্গেট করা হয়েছে।"

এই প্রতিবেদক আরো জানান, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গাজার ঘটনাবলী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু আমরা এখন গণমাধ্যমগুলোতে গাজার  পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য, মিথ্যা এবং ঘৃণামূলক বক্তব্যের ছড়াছড়ি প্রত্যক্ষ করছি।

এদিকে, রাশিয়ার কমনওয়েলথ অফ নেশনস "সিআইএস" এর সামরিক বিশেষজ্ঞ এবং "ভ্লাদিমির আইওসিভ" পশ্চিম এশিয়ার সংঘাতের ব্যাপারে আমেরিকা ও ব্রিটেনের নেতৃত্বে পশ্চিমাদের পরস্পরবিরোধী নীতির কথা উল্লেখ করে বলেছেন: তাদের নীতি নির্ধারণে ইহুদিবাদীদের শক্তিশালী প্রভাব রয়েছে।

এই রুশ বিশেষজ্ঞ আরো বলেছেন: "কোনো কোনো পশ্চিমা সরকার সেদেশের জনগণকে ধোঁকা দেয়ার জন্য লোক দেখানো ইসরাইল বিরোধী কিছু বক্তব্য দেয় কিন্তু বাস্তবে তারা কেবল ইসরাইলের অপরাধী নেতানিয়াহু সরকারকে রক্ষা করার এবং গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়া বেসামরিক লোকদের হত্যা করার জন্য ইসরাইলকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করার কথা চিন্তা করে।

পশ্চিমাদের এই দ্বিমুখী নীতির সমালোচনা করে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ওই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অব্যাহত গোলাবর্ষণ সত্ত্বেও ইউক্রেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্মকর্তাদের সমালোচনা করেছেন।

জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইয়েভজেনি বালিটস্কি বলেছেন যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা একটি স্বাধীন কাঠামো নয় এবং অন্যদের আদেশ পালন করে এবং সে কারণেই এটি এখনও জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুত কেন্দ্রে হামলা চালানোর মূল অপরাধীকে চিহ্নিত করতে পারেনি।

তিনি যোগ করেছেন: যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কর্মীদের এবং এর প্রধানদের বেতন ইউরোপীয় কর্তৃপক্ষ প্রদান করে, তখন সংস্থাটি স্বাধীন হতে পারে না।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ