ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসন: বিশ্বব্যাপী নিন্দার ঝড়
-
ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পরমাণু স্থাপনায় হামলা হয়
পার্সটুডে- ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসনের ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন দেশ ও সংগঠন বলেছে এই শত্রুতাপূর্ণ কাজ পশ্চিম এশীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করবে।
পার্সটুডে জানিয়েছে, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসী হামলার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন: আমরা ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলার তীব্র নিন্দা জানাই। এই ঘটনা মধ্যপ্রাচ্যে সংঘাতকে বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি ঘটাতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
কলম্বিয়া: মার্কিন হামলা মধ্যপ্রাচ্যকে আরও সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে
কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেছেন: ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে আগুন ধরিয়ে দেবে। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে-পশ্চিমা কর্মকর্তাদের এই দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন: ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বরং এর লক্ষ্য শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়ন।
ভেনিজুয়েলা: আমরা ইরানে মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানাই
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টোও এক বিবৃতিতে বলেছেন: ভেনিজুয়েলা ইরানে মার্কিন সামরিক আগ্রাসনের নিন্দা জানায় এবং অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানায় বলিভারিয়ান প্রজাতন্ত্র ভেনিজুয়েলা ইসরাইলের অনুরোধে ফোর্ডো, নাতানজ এবং ইসফাহান কমপ্লেক্সসহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন সামরিক বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানায়।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক নেটওয়ার্ক এক্স-এ লিখেছে: এই মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের সংঘাতের পক্ষগুলোর মধ্যে শান্তি স্থাপন করার জন্য অবিলম্বে কূটনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছে। আমরা এ অঞ্চলে উত্তেজনা হ্রাসের জন্য পুনরায় আহ্বান জানাচ্ছি।
চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ও মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং ঘোষণা করেছে যে এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।
ইরানের ওপর মার্কিন হামলার পরিণতির জন্য অপেক্ষা করা উচিত: আনসারুল্লাহ
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য "হিজাম আল-আসাদ"ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছেন: ওয়াশিংটনের এই পদক্ষেপের পরিণতি ভোগ করার জন্য অপেক্ষা করা উচিত।
আমরা ইরানের পাশে আছি: হামাস
এদিকে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন "হামাস" এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন আক্রমণাত্মক হামলার নিন্দা জানিয়েছ। সংগঠনটি ইরান এবং তার সরকার ও জনগণের সাথে পূর্ণ সংহতি ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে: তেহরানের সার্বভৌমত্ব রক্ষার ক্ষমতার ওপর এই হামাসের দৃঢ় আস্থা রয়েছে।#
পার্সটুডে/এনএম/এমএআর/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।