'অগ্নিময় প্রেম'; একজন শহীদের স্ত্রীর লেখা বইয়ের ওপর ইমাম খামেনেয়ির হাতে লেখা মন্তব্য! 
(last modified 2024-10-21T14:56:33+00:00 )
অক্টোবর ২১, ২০২৪ ২০:৫৬ Asia/Dhaka
  • 'অগ্নিময় প্রেম'; একজন শহীদের স্ত্রীর লেখা বইয়ের ওপর ইমাম খামেনেয়ির হাতে লেখা মন্তব্য! 

'শরৎ এলো' শীর্ষক বইয়ের ওপর ইমাম খামেনেয়ির মন্তব্য বা ব্যাখ্যা গতকাল (রোববার) ইরানের যানজন প্রদেশে উন্মোচন করা হয়েছে। 

জিহাদ ও প্রতিরোধের সাহিত্য সংরক্ষণ বিষয়ক ষোলতম উৎসব অনুষ্ঠানে 'শরৎ এলো' শীর্ষক বইয়ের ওপর ইমাম খামেনেয়ির মন্তব্য বা ব্যাখ্যা ইরানের যানজন প্রদেশের খাতামুল আম্বিয়া নামক ধর্মীয় সমাবেশ উদযাপনের কেন্দ্রে উন্মোচন করা হয়েছে।

এ বইটি শহীদ আহমাদ মুসাভি ও তাঁর স্ত্রী সাইয়্যেদা ফাখরুসসায়াদাত মুসাভির জীবনের বর্ণনা সম্পর্কিত। আহমাদ মুসাভি ছিলেন ইরানের যানজন প্রদেশের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান। তাঁর স্ত্রী সাইয়্যেদা ফাখরুসসায়াদাত মুসাভি ২৪০ পৃষ্ঠার এ বইটি লিখেছেন। এটি মুদ্রণ ও  প্রকাশ করেছে সুরেহ ই মেহের নামক প্রকাশনা সংস্থা। এ বইয়ে উঠে এসেছে এ দুই ব্যক্তিত্বের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা বর্ণনার পাশাপাশি পবিত্র প্রতিরোধ যুদ্ধ যুগের তিক্ত ও মধুর নানা বাস্তবতার চিত্র। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এ বইয়ের ওপর ব্যাখ্যা বা মন্তব্যে লিখেছেন: 

মহান আল্লাহর নামে

অগ্নিময় প্রেম, ইস্পাত-কঠিন মনোবল ও সত্যিকারের ইমান এই দুই জোয়ানের জীবনের চিত্র-লিপি। আর এই বিষয়গুলো অত্যন্ত সুন্দর ও কার্যকর ভাষায় এই বইয়ে তুলে ধরা হয়েছে। এটা সেইসব বর্ণনার অংশ যা শোনা ও পড়া আমার মত নগণ্য ব্যক্তিকে লজ্জিত করে এবং এইসব প্রকৃত মুজাহিদের সঙ্গে আমার যে অশেষ ব্যবধান তা স্পষ্ট করছে।  #

পার্সটুডে

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ