গাজায় শিশুদের মস্তকবিহীন লাশ
(last modified 2024-10-06T12:51:02+00:00 )
অক্টোবর ০৬, ২০২৪ ১৮:৫১ Asia/Dhaka
  • গাজায় শিশুদের মস্তকবিহীন লাশ
    গাজায় শিশুদের মস্তকবিহীন লাশ

পার্সটুডে- গত কয়েক ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলিদের নৃশংস হামলার পর ফিলিস্তিনি শিশুদের মস্তকবিহীন মৃতদেহ পাওয়া গেছে এবং ওই এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

গাজা উপত্যকার শোহাদা আল-আকসা হাসপাতালের মুখপাত্র খলিল দাখরান এই হাসপাতালে শিশুদের মাথাবিহীন মৃতদেহ স্থানান্তরের কথা জানিয়েছেন। পার্সটুডে-এর মতে, শোহাদা আল-আকসা হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, এই মাথাবিহীন শিশুরা হাসপাতালের পাশেই ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয়স্থলে পরিণত হওয়া মসজিদে ইসরাইলী নৃশংস হামলার শিকার হয়েছে।

আল-মায়াদিনের প্রতিবেদক জানিয়েছেন, দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকার উত্তরে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বর্বরোচিত হামলায় শহীদদের মধ্যে পঙ্গু ফিলিস্তিনিও রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে, পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে, ইসরাইল গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৯৬ হাজারেরও বেশি আহত হয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ