ইরানের মহাকবি হাফিজ নজরুলের ওপর প্রভাব রেখেছিলেন
(last modified Tue, 22 Oct 2024 14:53:40 GMT )
অক্টোবর ২২, ২০২৪ ২০:৫৩ Asia/Dhaka
  • ইরানের মহাকবি হাফিজ নজরুলের ওপর প্রভাব রেখেছিলেন

ঢাকায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইরানের প্রখ্যাত কবি হাফিজের স্মরণে অনুষ্ঠিত একটি সাম্প্রতিক সমাবেশে নজরুলের ওপর হাফিজের প্রভাবের প্রভাব বা অনুপ্রেরণার কথা উল্লেখ করেছেন বক্তারা।   

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘‘কবি হাফিজের অনুপ্রেরণায় নজরুল’’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কবি আল মুজাহিদি। 

কাজী নজরুল ইসলাম হাফিজের দিওয়ান থেকে অন্তত ত্রিশটি গজল বাংলায় অনুবাদ করেছেন এবং তার অনেক কবিতা হাফিজের মাধ্যমে অনুপ্রাণিত। 

পার্সটুডে ইরানের শাবিস্তান বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের সভাপতি ও লাল মাটিয়া সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শায়লা আহমেদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সম্মানিত উপ-সচিব  মোহাম্মদ জিহাদ উদ্দিন। 
ওই অনুষ্ঠানে ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা সাইয়্যেদ রেজা মির মুহাম্মদি বলেছেন, বাংলাদেশ ভারত উপমহাদেশের অংশ হিসেবে ফার্সি সাহিত্য ও কবিতা এবং হাফিজের মত ব্যক্তিত্বদের মাধ্যমে প্রভাবিত। আর এরই প্রমাণ হিসেবে তিনি নজরুল ইসলামের মাধ্যমে হাফিজের কবিতার অনুবাদের কথা তুলে ধরেছেন।  

বাংলাদেশের কবি ও দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক আলমুজাহিদি বলেছেন, বাংলা সাহিত্য ও বাংলাদেশের বড় বড় কবিরা- যাদের শীর্ষ পর্যায়ে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- ফারসি সাহিত্যের বড় বড় ব্যক্তিত্বদের মাধ্যমে, বিশেষ করে হাফিজের মাধ্যমে প্রভাবিত এবং তাঁরা এইসব কবির অনুরাগী।

আলমুজাহিদির মতে, বাংলা ও ফার্সি ভাষা প্রাচ্যের দুটি প্রাচীন ভাষা এবং সাহিত্য ক্ষেত্রে অমর সৃষ্টি উপহার দেয়ার মত ক্ষমতা ও সমৃদ্ধির অধিকারী। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান বলেছেন, নজরুল কবি হিসেবে খ্যাতি অর্জনের অনেক আগেই মহাকবি হাফিজের কবিতা ও গজলের সঙ্গে পরিচিত হয়েছিলেন।  

ইসলামের বিস্তার ঘটায় এবং ইরানি জ্ঞানী-গুণী ও সাহিত্যিকদের অনেকেই ভারত উপমহাদেশে হিজরত করায় বাংলাদেশে অভিন্ন সংস্কৃতি ও সাহিত্যের দিকগুলো বৃদ্ধি পেয়েছে। 

ফার্সি ভাষার অনেক সাহিত্যকর্ম বিশ্বব্যাপী খ্যাত এবং এগুলো বিশ্ব সভ্যতার ঐতিহ্য হিসেবে বিবেচিত। ইরানের বিখ্যাত কবি হাফিজ, সা'দি, ফেরদৌসি ও ওমর খৈয়ামের মত ব্যক্তিত্বরা বিশ্ব-নন্দিত এবং বিশ্বের নানা অঞ্চলের কবিতা ও সাহিত্যে তাদের ব্যাপক প্রভাব দেখা যায়।  ফার্সি কবিতার মধ্যে হাফিজের কবিতা বিষয়বস্তু ও আঙ্গিকের ক্ষেত্রে সমৃদ্ধির শীর্ষ পর্যায়ের এবং এসবের মধ্য দিয়ে অতীত যুগের অনেক চেতনা ও ভাবধারা আর ইসলামী শিক্ষা ছড়িয়ে পড়ছে।  #

পার্সটুডে/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

   

ট্যাগ