শত্রুর বোকামিপূর্ণ কাজের জন্য তাদেরকে চরম অনুতপ্ত হতে হবে: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i149904-শত্রুর_বোকামিপূর্ণ_কাজের_জন্য_তাদেরকে_চরম_অনুতপ্ত_হতে_হবে_ইরানের_প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধে বা গুজবে কান না দেওয়া এবং সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছেন: "ইরানি জাতি এবং দেশের কর্তৃপক্ষ এই অপরাধের মুখে চুপ করে থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে।"
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০২৫ ১৮:৫৭ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট
    ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধে বা গুজবে কান না দেওয়া এবং সরকারের প্রতি সমর্থন ও আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেছেন: "ইরানি জাতি এবং দেশের কর্তৃপক্ষ এই অপরাধের মুখে চুপ করে থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে।"

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ সকালে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছেন যে ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে। তিনি বলেছেন: "আজ, আগের চেয়েও আরো বেশি, ইরানি জাতির মধ্যে ঐক্য ও সংহতির প্রয়োজন রয়েছে এবং আমরা আল্লাহর সাহায্যে দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, বিজ্ঞচিত এবং শক্তিশালী জবাব দেব।"

জনগণকে উদ্দেশ্য করে ইরানের প্রেসিডেন্টের দেয়া বার্তা এখানে তুলে ধরা হলো:  

ইরানের প্রিয় ও জ্ঞানী জাতিকে শুভেচ্ছা।

গত রাতে, আমরা তেহরান এবং দেশের অন্যান্য শহরগুলোর ওপর  ইসরাইলের নৃশংস আগ্রাসন প্রত্যক্ষ করেছি, যার ফলে বেশ কয়েকজন শিশু ও মহিলা, একদল নিরীহ নাগরিক, সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী শহীদ হয়েছেন। সমস্ত আন্তর্জাতিক আইন পরিপন্থী এই জঘন্য কাজ অবৈধ ইসরাইলের সহিংসকামী আচরণের প্রমাণ যারা দখল, ধর্ষণ এবং শিশুহত্যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।

ইরান যে দীর্ঘ বহু বছর ধরে ইসরাইলি আগ্রাসন ও অপরাধী কর্মকাণ্ডের কথা বলে আসছে  গতরাতের আগ্রাসন ইরানের ওই দাবিরই প্রমাণ। অবশ্যই, ইরানি জাতি এবং দেশটির কর্মকর্তারা এই আগ্রাসনের মুখে চুপ থাকবে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈধ ও শক্তিশালী জবাব শত্রুকে তার বোকামিপূর্ণ কাজের জন্য অনুতপ্ত করবে।

যেমনটি আমাদের মহান ইমাম বলেছেন, যখনই একজন কমান্ডারের শক্তিশালী হাত থেকে একটি পতাকা পড়ে যায়, তখনই অন্য একজন কমান্ডার তা তুলে নিয়ে মাঠে নেমে পড়ে। ইসলামী প্রজাতন্ত্র ইরান, যেমনটি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি শান্তির লক্ষ্যে দীর্ঘ আলোচনা চালিয়ে যাচ্ছে, তেমনি আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও পদক্ষেপ নেবে।

আমি এখানে ইরানের মহান ও উদ্যোগী জাতির প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা তাদের ঐক্য, সংহতি ও সহানুভূতি বজায় রাখবে, শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ তথা গুজবে এবং মিথ্যা সংবাদে কান না দিক এবং সরকারের পাশে থাকুক এবং তাদের উপর আস্থা রাখুক, যাতে দেশটি যতটা সম্ভব শক্তিশালীভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে। আমি জনগণকে আশ্বস্ত করছি যে ইরান সরকার তার সমস্ত শক্তি দিয়ে প্রিয় জাতির কল্যাণে কাজ করে যাবে এবং জনজীবনের বর্তমান ধারায় কোনও ব্যাঘাত ঘটবে না।

আজ, আগের যেকোনো সময়ের চেয়েও বেশি, ইরানি জাতির ঐক্য, বিশ্বাস ও সংহতির  প্রয়োজন। আল্লাহর সাহায্যে, দৃঢ় চেতনাকে ধারণ করে দখলদার ইসরাইলের বিরুদ্ধে কঠোর, বিজ্ঞচিত এবং জোরালো জবাব দেয়া হবে। সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা এবং নেতৃত্বে, ইরানের জনগণ এই কঠিন পরিস্থিতি থেকে গর্ব এবং মর্যাদার সাথে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।

আজ ভোরে; শুক্রবার, ১৩ জুন, তেহরানসহ দেশের বেশ কয়েকটি শহরে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক শহীদ হন।

এদিকে, ইহুদিবাদী ইসরাইলের এই হামলার পর, মহান ইরানি জাতিকে উদ্দেশ্য করে এক বার্তায় বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন: ইসরাইলকে অবশ্যই কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহর ইচ্ছায়, সশস্ত্র বাহিনীর শক্তিশালী হাত থেকে তারা মুক্ত হতে পারবে না।#

পার্সটুডে/এমআরএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।