আইএইএ এবং ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারে-রাশিয়া
ভেনেজুয়েলায় আক্রমণ নিষিদ্ধ করার প্রস্তাব মার্কিন কংগ্রেসে প্রত্যাখ্যান
পার্সটুডে - রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যদি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তার নীতি ও কর্তব্য পালন করে এবং পশ্চিমা চাপের কাছে নতি স্বীকার না করে তাহলে তারা ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে পারে।
পার্সটুডে অনুসারে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের পর বলেন, "আমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এখনো এই বিষয়ে তাদের অবস্থান প্রকাশ করেনি যে ইরানে তাদের তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলো সবচেয়ে গুরুতর অবৈধ আক্রমণের শিকার হয়েছে।" তিনি আরো বলেন, 'আমরা ইসলামি প্রজাতন্ত্রের সদিচ্ছার প্রশংসা করি, যা এই সমস্ত আক্রমণ সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সহযোগিতা করতে প্রস্তুত, তবে এই সহযোগিতা পশ্চিমা এজেন্ডাকে এগিয়ে নেওয়ার স্বার্থে হওয়া উচিত নয়। আমার কোন সন্দেহ নেই যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নেতৃত্ব যদি তাদের দায়িত্ব পুরোপুরি পালন করে তাহলে ইসলামি প্রজাতন্ত্রের সাথে চুক্তিতে পৌঁছানো যেতে পারে।'
ভেনেজুয়েলার উপর হামলার বিরুদ্ধে প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটে ব্যর্থ হয়েছে
মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা বুধবার ডেমোক্র্যাট-সমর্থিত দুটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যে প্রস্তাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা সীমিত করার কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকার দেশটির বিরুদ্ধে তার হুমকি আরো জোরদার করার সময় এবং কংগ্রেস যখন ২৬টি মাদকবাহী নৌকা ধ্বংস করে এবং কমপক্ষে ৯৯ জনকে হত্যা করে এমন অভিযান কীভাবে পরিচালিত হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে, তখন এই ভোটটি এসেছে।
মেক্সিকান প্রেসিডেন্ট: ভেনেজুয়েলায় রক্তপাত বন্ধ করুন
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বুধবার জাতিসংঘের কাছে ভেনেজুয়েলায় যেকোনো রক্তপাত রোধ করার আহ্বান জানিয়েছেন। শেইনবাউম বলেন, 'আমরা বিদেশী হস্তক্ষেপকে না বলি এবং শান্তির জন্য সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং সংলাপকে সমর্থন করি।' আমরা জাতিসংঘকে যেকোনো রক্তপাত রোধে এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের অব্যাহত প্রচেষ্টা নিশ্চিত করার জন্য তার দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। এটি আমাদের অবস্থান।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর কামান হামলা
বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর, ইসরায়েলি সেনাবাহিনী বুধবার রাতে দক্ষিণ লেবাননের রামিয়া এবং মারুহিন দুটি গ্রামের মধ্যবর্তী অঞ্চলগুলোকে লক্ষ্য করে কামান হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের রামিয়া এবং মারুহিন গ্রামের মধ্যবর্তী এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর কামান হামলা সম্পর্কে এখনও পর্যন্ত আর কোনা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই হামলা এমন এক সময়ে চালানো হয় যখন সাম্প্রতিক দিনগুলোতে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
ঠান্ডায় ১৭ ফিলিস্তিনি মারা গেছেন
গাজা সিভিল ডিফেন্স,ডিসেম্বরে ঠান্ডায় চার শিশুসহ ১৭ ফিলিস্তিনি মারা গেছেন উল্লেখ করে সতর্ক করে দিয়েছে যে আশ্রয় এবং গরমের অভাবে তীব্র ঠান্ডার ওয়েব গাজার হাজার হাজার গৃহহীন শিশুর জীবনকে হুমকির মুখে ফেলছে।#
পার্সটুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।