বিশ্ব ও ইরানি চলচ্চিত্র: অস্কারের ১২ শাখার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
https://parstoday.ir/bn/news/world-i155332-বিশ্ব_ও_ইরানি_চলচ্চিত্র_অস্কারের_১২_শাখার_সংক্ষিপ্ত_তালিকা_প্রকাশ
পার্সটুডে : ২০২৬ সালের ১৫ মার্চ শুরু হতে যাওয়া অস্কারের ৯৮তম আসরে প্রতিযোগিতার জন্য ১২টি শাখার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অস্কার কর্তৃপক্ষ।
(last modified 2025-12-21T12:50:28+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৫ ১৮:৪২ Asia/Dhaka
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন' চলচ্চিত্রের পোস্টার
    ‘ফ্রাঙ্কেনস্টাইন' চলচ্চিত্রের পোস্টার

পার্সটুডে : ২০২৬ সালের ১৫ মার্চ শুরু হতে যাওয়া অস্কারের ৯৮তম আসরে প্রতিযোগিতার জন্য ১২টি শাখার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অস্কার কর্তৃপক্ষ।

এতে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ওয়ার্নার ব্রাদার্সের ‘সিনার্স’ ও ইউনিভার্সালের ‘উইকেড: ফর গুড’। দুটি সিনেমাই আটটি করে মনোনয়ন পেয়েছে।

পার্স টুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, নেটফ্লিক্সের প্রযোজনা ‘ফ্রাঙ্কেনস্টাইন’  কাস্টিং, সিনেমাটোগ্রাফিসহ  ৬টি বিভাগে মনোনয়ন পেয়ে অস্কারের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর একটি হয়ে উঠেছে।

কাস্টিং, সিনেমাটোগ্রাফি, মেকআপ ও হেয়ারস্টাইলিং, সাউন্ড, ভিজ্যুয়াল ইফেক্টস এবং অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে রায়ান কুগলারের ‘সিনার্স’। কাস্টিং, সিনেমাটোগ্রাফি, মেকআপ ও হেয়ারস্টাইলিং, অরিজিনাল স্কোর, সাউন্ড, ভিজ্যুয়াল ইফেক্টস এবং অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে জন এম চু পরিচালিত ‘উইকেড: ফর গুড’।

অস্কারের ভোটগ্রহণ শুরু হবে ১২ জানুয়ারি এবং শেষ হবে ১৬ জানুয়ারি। চূড়ান্ত মনোনীতদের নাম ঘোষণা করা হবে ২২ জানুয়ারি ২০২৬।

ব্রাজিলের পেগাসাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানি চলচ্চিত্রের সাফল্য

প্রযোজক কমবিজ বাবায়ি ও বাহমান কামিয়ার এবং পরিচালক ওয়াহিদ পারসাদ কর্তৃক নির্মিত সিনেমা 'জেমেস্তান বুদ' ('এটি ছিল শীত') ব্রাজিলের পেগাসাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করেছে এবং বেশ কয়েকটি পুরস্কার অর্জন করে এই স্বাধীন উৎসবের জুরি বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছে।

এছাড়া, চলচ্চিত্রটি বিভিন্ন বিভাগে বিশেষ সেরা চলচ্চিত্র পুরস্কার, ওয়াহিদ পারসাদ সেরা পরিচালক, নাজনীন বিয়াতি সেরা অভিনেত্রী, মোহাম্মদ আমিনে সেরা অভিনেতা, ইলহাম কারদা সেরা পার্শ্ব অভিনেত্রী, আরমান ফাইয়াজ সিনেমাটোগ্রাফি, কাভে ইমানি সেরা সম্পাদনা এবং হোসেইন বাশাশের সেরা শব্দ রেকর্ডিং পুরস্কার পেয়েছেন।

ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়। অংশগ্রহণকারী চলচ্চিত্রগুলোর মধ্যে ‘উইন্টার ইট ওয়াজ’ সর্বাধিক পুরস্কার অর্জন করে এবারের উৎসবের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।#

পার্সটুডে/এমএআর/২১