ট্রাম্পের দাবির জবাব দিল নাইজেরিয়া / জুমা আন্তর্জাতিক উৎসবে ইরানের উপস্থিতি
https://parstoday.ir/bn/news/world-i153628-ট্রাম্পের_দাবির_জবাব_দিল_নাইজেরিয়া_জুমা_আন্তর্জাতিক_উৎসবে_ইরানের_উপস্থিতি
পার্সটুডে: 'নাইজেরিয়ায় খ্রিস্টানরা অস্তিত্ব সংকটের মুখে রয়েছে' বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে- নাইজেরিয়া প্রতিক্রিয়া জানিয়েছে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০২, ২০২৫ ১২:১৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে: 'নাইজেরিয়ায় খ্রিস্টানরা অস্তিত্ব সংকটের মুখে রয়েছে' বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে- নাইজেরিয়া প্রতিক্রিয়া জানিয়েছে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

উত্তর নাইজেরিয়ায় সাম্প্রতিক সহিংসতা ও হামলার ঢেউয়ে শত শত মানুষ নিহত হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, “নাইজেরিয়ায় খ্রিস্টানরা অস্তিত্বের হুমকির মুখে রয়েছে” এবং এ কারণে নাইজেরিয়াকে “বিশেষ উদ্বেগের দেশগুলোর তালিকা”তে অন্তর্ভুক্ত করেন তিনি।

এদিকে ট্রাম্পের ডানপন্থী রাজনৈতিক মিত্ররা, যেমন সিনেটর টেড ক্রুজ, 'খ্রিস্টানদের গণহত্যা'র অভিযোগও তুলেছেন— যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাস্তবতা বিবর্জিত।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার মার্কিন প্রেসিডেন্টের 'নাইজেরিয়ার খ্রিস্টানদের বিরুদ্ধে অস্তিত্বের হুমকি' সম্পর্কিত দাবির জবাবে জোর দিয়ে বলেছে, পশ্চিম আফ্রিকা ও সাহেল অঞ্চলে সহিংস উগ্রবাদের বিস্তার কিছু নির্দিষ্ট স্বার্থের ফল, তবে নাইজেরিয়া ধর্মীয় বহুত্ববাদকে শ্রদ্ধা করে এবং উগ্রবাদের বিরুদ্ধে লড়তে দৃঢ়প্রতিজ্ঞ।

নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, "আমরা সহিংস চরমপন্থার মোকাবিলায় আমাদের দৃঢ় সংকল্পে অটল। সহিংস চরমপন্থার সমস্যাটি বিশেষ স্বার্থ থেকে উদ্ভূত, যা পশ্চিম ও সাহেল আফ্রিকার সংযোগস্থলে এই ধরনের বিপর্যয় ও বিভেদ সৃষ্টিতে সহায়তা করেছে।" ট্রাম্প এর আগেও দক্ষিণ আফ্রিকায় 'শ্বেতকৃষক হত্যা' সম্পর্কে দাবি তুলেছিলেন, যা প্রিটোরিয়ার কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছিল।

জুমা আন্তর্জাতিক উৎসবে ইরানের উপস্থিতি

নাইজেরিয়া সম্পর্কিত আরেকটি খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আলি নুহু মুহাম্মদ ইরান ও নাইজেরিয়ার মধ্যে চলচ্চিত্র সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

আবুজায় ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সাংস্কৃতিক উপদেষ্টা সাইয়্যেদ রেজা জাফরি এর সাথে এক সাক্ষাতে তিনি বলেন, ইরানের আন্তর্জাতিক অনুষ্ঠানে, বিশেষ করে ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নাইজেরিয়ার চলচ্চিত্রকারদের উপস্থিতি যৌথ সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। জুমা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে তিনি বলেন, এই উৎসবটি নাইজেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ম ফেস্টিভ্যাল, যা প্রতি বছর আবুজায় ফেডারাল ক্যাপিটাল টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন (এফসিটিএ) এর সহযোগিতায় আয়োজিত হয়। আলী নুহু মোহাম্মদ উল্লেখ করেন, উৎসবের এই আসর ১ থেকে ৫ ডিসেম্বর নাইজেরিয়া, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, স্পেন, ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকা এবং মিশর থেকে চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হবে।

আবুজায় ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সাংস্কৃতিক উপদেষ্টা সাইয়্যেদ রেজা জাফরিও ইরান ও নাইজেরিয়ার চলচ্চিত্র খাতগুলোর মধ্যে যৌথ সহযোগিতার ওপর জোর দেন। জাফরি ইরানের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উৎসবগুলোর পরিচয় দিয়ে দুই দেশের চলচ্চিত্র খাতগুলোর মধ্যে যৌথ সহযোগিতা কামনা করেন।#

পার্সটুডে/এমএআর/২