বাংলাদেশে অস্থিরতা বাড়ছে: পরিণত হচ্ছে ভারতের সাথে কূটনৈতিক উত্তেজনায়
https://parstoday.ir/bn/news/bangladesh-i155292-বাংলাদেশে_অস্থিরতা_বাড়ছে_পরিণত_হচ্ছে_ভারতের_সাথে_কূটনৈতিক_উত্তেজনায়
পার্সটুডে-বাংলাদেশের রাজধানী ঢাকায় রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদী হত্যার প্রতিবাদে ওই অস্থিরতা শুরু হয়।
(last modified 2025-12-20T12:50:11+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৫ ১৮:৩৮ Asia/Dhaka
  • বাংলাদেশে অস্থিরতা বাড়ছে
    বাংলাদেশে অস্থিরতা বাড়ছে

পার্সটুডে-বাংলাদেশের রাজধানী ঢাকায় রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদী হত্যার প্রতিবাদে ওই অস্থিরতা শুরু হয়।

সেই অস্থিরতা এখন ভারত-বিরোধী মনোভাব এবং ভারতীয় স্বার্থ যারা দেখে বলে বিক্ষোভকারীরা মনে করে তাদের স্বার্থের বিরুদ্ধে আক্রমণের মাত্রা ধারণ করেছে। ওই অস্থিরতা দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করছে।

বাংলাদেশের সাবেক সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব শরীফ উসমান হাদীর হত্যাকাণ্ড দেশের রাজপথগুলোকে উত্তপ্ত করে তুলেছে। বিক্ষুব্ধ জনগণ হাদীর জন্য একদিকে শোক অনুষ্ঠান করছে অপরদিকে ভারতপন্থি বলে কথিত মিডিয়া অফিস এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপরও তাদের ক্ষোভ প্রকাশ করছে। জনতার বিক্ষোভ দ্রুতই একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। বিক্ষাভকারী জনতা ভারতের সাথে সম্পর্কিত স্থান ও স্থাপনাগুলোর সামনে ভারত-বিরোধী সমাবেশ করছে এবং স্লোগান দিচ্ছে। এইসব ঘটনা সঙ্কটকে অভ্যন্তরীণ সীমানা ছাড়িয়ে নয়া দিল্লির সাথে কূটনৈতিক উত্তেজনায় পরিণত করেছে।

পার্সটুডে আরও জানায়, স্থানীয় সূত্র দাবি করেছে যে 'শরীফ উসমান হাদী' হত্যার সন্দেহভাজন খুনি ভারতে পালিয়ে গেছে এবং এই ঘটনা জনসাধারণের ক্ষোভ এবং ভারত-বিরোধিতাকে আরও তীব্র করে তুলেছে। এছাড়াও, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কিছু সমর্থকের ভারতে উপস্থিতিকে শেখ হাসিনার প্রতি নয়াদিল্লির সমর্থন হিসেবে দেখা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় ভারত তার কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশী রাষ্ট্রদূতকে তলব করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ বিক্ষোভ এবং সংকটকে ভারতের সাথে পূর্ণাঙ্গ সংঘর্ষে পরিণত হওয়ার আশঙ্কায় সরকার উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। যদিও ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যাপারে সবসময়ই বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদিক থেকে চলমান বিক্ষুব্ধ পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার ঝুঁকিপূর্ণ পর্যায়ে ফেলে দিয়েছে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন