জাতিসংঘে ট্রাম্পের প্রতি কারাকাসের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/event-i155334-জাতিসংঘে_ট্রাম্পের_প্রতি_কারাকাসের_প্রতিক্রিয়া
পার্সটুডে-জাতিসংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি ট্রাম্পের দাবির নিন্দা করেছেন। ট্রাম্প বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ড এবং তেল সম্পদের মালিক।
(last modified 2025-12-21T12:51:31+00:00 )
ডিসেম্বর ২১, ২০২৫ ১৮:৪৭ Asia/Dhaka
  • জাতিসংঘে ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মনকাডা
    জাতিসংঘে ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মনকাডা

পার্সটুডে-জাতিসংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি ট্রাম্পের দাবির নিন্দা করেছেন। ট্রাম্প বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ড এবং তেল সম্পদের মালিক।

ওই বক্তব্যের প্রতিক্রিয়ায়  ভেনেজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল মনকাডা সতর্ক করে দিয়ে বলেছেন: প্রাচীন উপনিবেশবাদের যুগ শেষ হয়ে গেছে।

উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘের বৈঠক হোয়াইট হাউজের নীতির বিরুদ্ধে খোলাখুলি উন্মোচনের দৃশ্যে পরিণত হয়। জাতিসংঘে ভেনেজুয়েলার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল মনকাডা, মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যকে, যিনি ভেনেজুয়েলার তেল সম্পদ অবিলম্বে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, একটি জঘন্য অপমান এবং মানব সভ্যতার সমস্ত নিয়ম-নীতির লঙ্ঘন বলে বর্ণনা করেছেন।

মনকাডা বলেন: ট্রাম্প ইতিহাসের ঘড়ির কাঁটা ঘুরিয়ে ভেনেজুয়েলাকে আবার একটি উপনিবেশে পরিণত করতে চান। তিনি বলেন: এই ভয়াবহ বিবৃতির মুখে বিশ্বের কোনও আইনি প্রতিষ্ঠান চুপ থাকতে পারে না। উপনিবেশবাদ একটি আগ্রাসী অপরাধ এবং ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সম্পর্কের ওপর উপনিবেশবাদ আরোপ করে বিশৃঙ্খলা এবং ধ্বংস চাপিয়ে দিচ্ছে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন