ইরানের সাথে সম্পর্ক ভালো: তাবরিজে নতুন তুর্কি কনসাল জেনারেল
https://parstoday.ir/bn/news/world-i155256-ইরানের_সাথে_সম্পর্ক_ভালো_তাবরিজে_নতুন_তুর্কি_কনসাল_জেনারেল
পার্সটুডে-ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত তাবরিজে নতুন তুর্কি কনসাল জেনারেল তেহরান এবং আঙ্কারার মধ্যে সম্পর্ক ভালো বলে মনে করেন।
(last modified 2025-12-19T14:18:13+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২৫ ২০:১৪ Asia/Dhaka
  • বাম: মেতে জাইমোগলু  ডান: তাবরিজের মেয়র ইয়াকুব হোশিয়ার
    বাম: মেতে জাইমোগলু ডান: তাবরিজের মেয়র ইয়াকুব হোশিয়ার

পার্সটুডে-ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত তাবরিজে নতুন তুর্কি কনসাল জেনারেল তেহরান এবং আঙ্কারার মধ্যে সম্পর্ক ভালো বলে মনে করেন।

পার্সটুডে আরও জানায়, তাবরিজে নতুন তুর্কি কনসাল জেনারেল মেতে জাইমোগলু বৃহস্পতিবার বলেছেন যে তার দেশের জনগণের মধ্যে তাবরিজের একটি বিশেষ স্থান রয়েছে। তিনি বলেন: আমরা এই বৈঠকের মাধ্যমে দুই দেশের শহরগুলোর মধ্যে যৌথ সহযোগিতা এবং সহযোগিতার সুযোগগুলো অন্বেষণ করার চেষ্টা করছি। তাবরিজের মেয়র ইয়াকুব হোশিয়ারের সাথে এক বৈঠকে মেতে জাইমোগলু আরও বলেন: ইরান এবং তুরস্কের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এই অঞ্চলের বর্তমান উন্নয়ন দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও উন্নতির দিকে নিয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন: আমরা বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের চেষ্টা করছি। জাইমোগলু ২০২৫ সালে এশিয়ান পরিবেশগত রাজধানী হিসেবে তাবরিজের নির্বাচন এবং তাবরিজ, কোনিয়া ও ট্রাবজোন শহরের মধ্যে একটি ভ্রাতৃত্ব চুক্তি প্রতিষ্ঠার জন্য তার প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

 

ইরান ও তুরস্ক কঠিন সময়ে একসাথে ছিল

এদিকে, তাবরিজের মেয়র ইয়াকুব হোশিয়ারও তাবরিজে তুরস্কের নতুন কনসাল জেনারেল হিসেবে মেতে জাইমোগলুর নির্বাচনকে অভিনন্দন জানিয়েছেন। ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠতা এবং মিলের কথা উল্লেখ করে তিনি বলেন: দুটি দেশের অভিন্ন ভাষা (তুর্কি) এবং বিশ্বাস, মুসলিম ধর্ম, উভয় দেশের জনগণের ঘনিষ্ঠতা এবং সখ্যতার অন্যতম কারণ। মুসলিম দেশগুলোর প্রতি ইসলাম ও মুসলিমদের শত্রুদের অহংকারী দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি আরও বলেন: আজকের কূটনীতিতে, কিছু দেশের মুসলিম এবং মুসলিম দেশগুলির প্রতি কিছু নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, যা অভিন্ন শত্রুর অস্তিত্বের ইঙ্গিত দেয়।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন