ইরানের পারমাণবিক শিল্প বিশ্বের উন্নত দেশগুলোর স্তরে পৌঁছে গেছে
-
• দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে
পার্সটুডে- ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন: আজ, দেশের পারমাণবিক শিল্প বিভিন্ন ক্ষেত্রে উন্নত দেশগুলির সমান স্তরে পৌঁছে গেছে এবং পরমাণু কার্যক্রম এগিয়ে চলেছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান "মোহাম্মদ ইসলামি" ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী "মোহাম্মদ আতাবাক" এর সফরকালে দেশের পারমাণবিক সাফল্য সম্পর্কে বলেছেন: এই শিল্পের কৌশলগত নানা দিক গবেষণা পর্যায় থেকে এখন শিল্পে রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে এবং আজ, ইরানের পারমাণবিক শিল্প বিভিন্ন ক্ষেত্রে উন্নত দেশগুলির সমান স্তরে পৌঁছে গেছে।
পার্সটুডে জানিয়েছে, মোহাম্মদ ইসলামি জোর দিয়ে বলেছেন: বিজ্ঞান ও জ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তরিত করার এবং প্রযুক্তিকে পণ্যে রূপান্তরিত করার প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য এবং দেশ ও জনগণের চাহিদার প্রতি যথাযথ ব্যবস্থা নিতে ধারাবাহিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন।
সমস্ত বিশৃঙ্খলা, নাশকতা অভিযান এবং বারো দিনের যুদ্ধসহ অন্যান্য সমস্যা সত্ত্বেও, পারমাণবিক শক্তি সংস্থার বৈজ্ঞানিক অগ্রগতি অব্যাহত রয়েছে উল্লেখ করে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান জোর দিয়ে বলেছেন যে ইরানের পারমাণবিক শিল্প বিভিন্ন ক্ষেত্রে উন্নত স্তরে এগিয়ে চলেছে এবং এর অর্জনগুলি উন্নত দেশগুলির সমান।#
পার্সটুডে/এমআরএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন