প্রতিরোধ ফ্রন্ট ধর্মের ওপর নির্ভরশীল: মার্কিন ইসলামি চিন্তাবিদ
https://parstoday.ir/bn/news/world-i155202-প্রতিরোধ_ফ্রন্ট_ধর্মের_ওপর_নির্ভরশীল_মার্কিন_ইসলামি_চিন্তাবিদ
পার্সটুডে-একজন মার্কিন চিন্তাবিদ প্রতিরোধকে একটি বিশ্বজনীন কর্তব্য বলে মনে করতেন।
(last modified 2025-12-18T11:38:34+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৫ ২০:৪১ Asia/Dhaka
  • মিার্কিন ইসলামি চিন্তাবিদ অধ্যাপক লেগেনহাউসেন
    মিার্কিন ইসলামি চিন্তাবিদ অধ্যাপক লেগেনহাউসেন

পার্সটুডে-একজন মার্কিন চিন্তাবিদ প্রতিরোধকে একটি বিশ্বজনীন কর্তব্য বলে মনে করতেন।

বুধবার পূর্ব ইরানের মাশহাদ শহরে ইরাক, লেবানন, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, তিউনিসিয়া, পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্দোনেশিয়ার ২৩ জন বিদেশী অতিথির অংশগ্রহণে "প্রতিরোধের ধর্মতত্ত্ব" বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ওই সম্মেলন  ২ দিন ধরে চলবে। সম্মেলনের লক্ষ্য প্রতিরোধের তাত্ত্বিক ও ধর্মতাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করা, প্রতিরোধ ফ্রন্টের বৈজ্ঞানিক কূটনীতিকে শক্তিশালী করা এবং একাডেমিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিরোধের বৈজ্ঞানিক আলোচনা বিকাশ করা।

পার্সটুডে আরও জানায়, আমেরিকার ইসলামোলজিস্ট এবং চিন্তাবিদ অধ্যাপক হাজ্জ মোহাম্মদ লোগেনহাউসেন বুধবার মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধের ধর্মতত্ত্বের ওপর আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে বলেন: প্রতিরোধ একটি সার্বজনীন কর্তব্য। যখন প্রতিরোধ ক্রমাগত অনুশীলন করা হয়, তখন এটি একটি অভ্যাস এবং মানব পরিচয়ের অংশ হয়ে ওঠে। এক্ষেত্রে, প্রতিরোধ সমাজে একটি কর্তব্য থেকে পুণ্যে পরিণত হয়।

আমেরিকার এই চিন্তাবিদ আরও বলেন: নৈতিক দর্শনে প্রতিরোধ সেই কাজ থেকেই উদ্ভূত হয় যা লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয়। তিনি প্রতিরোধের সার্বজনীন এবং ব্যাপক মাত্রার দিকে ইঙ্গিত করে জোর দিয়েছিলেন: ইসলামী প্রতিরোধ কেবল মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক যেমন নবী মুহাম্মদ (সা.) অন্যান্য ধর্মের অনুসারীদের ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তেমনি এই প্রতিরোধ ফ্রন্টকে উন্মুক্ত বাহুতে গ্রহণ করতে হবে। অধ্যাপক লোগেনহাউসেন ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনির উদাহরণ উল্লেখ করেছিলেন, যিনি ইহুদিবাদের বিরুদ্ধে প্রতিবাদকারী পশ্চিমা তরুণদের কাছে একটি বার্তা পাঠিয়ে দেখিয়েছিলেন যে এই প্রতিরোধ ফ্রন্ট ধর্মীয় এবং মাজহাবগত বিশ্বাসের উর্ধ্বে।

বিশ্বব্যাপী সংগ্রামের রোল মডেলের কথা উল্লেখ করে তিনি বিশ্বব্যাপী নিপীড়ন দূর করার প্রচেষ্টার প্রয়োজনীয়তার পর জোর দিয়েছিলেন এবং বলেছিলেন: ফিলিস্তিন পরিস্থিতি এবং চলমান গণহত্যা ইহুদিবাদী ইসরাইলের প্রকৃতি এবং বিশ্বের কর্তব্য তুলে ধরে। আমাদের অবশ্যই এই বিষয়গুলো প্রকাশ এবং ব্যাখ্যা করতে হবে যাতে আমরা আমাদের কর্তব্য বুঝতে পারি।"#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন