গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলের ৬১ সেনা আত্মহত্যা করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডের একটি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর আত্মহত্যাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১।
হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক সামরিক দায়িত্বে নিয়োজিত ওই সেনা একটি ঘাঁটির ভেতরে নিজেকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত মোট ২৭৯ জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন—অর্থাৎ প্রায় প্রতি সাতটি চেষ্টায় একটি আত্মহত্যা সম্পন্ন হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এর আগে নিশ্চিত করেছিল যে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর সামরিক দায়িত্ব পালনকালে ৪৮ জন সেনা আত্মহত্যা করেছেন।
হারেৎজ জানায়, মানসিক সমস্যার কারণে সামরিক দায়িত্বের বাইরে আরও অন্তত ১৩ জন সেনা আত্মহত্যায় মারা গেছেন, যার মধ্যে এ বছরের শুরু থেকে ছয়জন। এর ফলে যুদ্ধ শুরুর পর মোট আত্মহত্যার সংখ্যা দাঁড়িয়েছে ৬১।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে ২০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেন এবং চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত আরও ১৬ জন। জুলাইয়ের পর থেকে অন্তত আরও চারজন সেনা আত্মহত্যা করেছেন।
অক্টোবরে ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সংকটের কথা স্বীকার করেন। তিনি জানান, হাজার হাজার সেনা মানসিক চিকিৎসা নিচ্ছেন এবং কমান্ডারদের সতর্ক থাকতে, ইউনিটের মধ্যে মানসিক সমস্যাগুলো শনাক্ত করতে ও সেনাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে আহ্বান জানান।
রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম 'কান'-এর জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজায় আহত ১৯,০০০ সেনার মধ্যে প্রায় ১০,০০০ জন মানসিক রোগ—যেমন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)—এ ভুগছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় প্রায় ৭০,৭০০ মানুষকে হত্যা করেছে—যাদের অধিকাংশই নারী ও শিশু—এবং ১,৭১,০০০-এর বেশি মানুষকে আহত করেছে। পুরো উপত্যকাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।#
পার্সটুডে/এমএআর/১৮