জাপানে মার্কিন হাইড্রোজেন বোমা পরীক্ষার মহড়ার নথি
https://parstoday.ir/bn/news/world-i155198-জাপানে_মার্কিন_হাইড্রোজেন_বোমা_পরীক্ষার_মহড়ার_নথি
পার্সটুডে-নতুন ফাঁস হওয়া নথিতে দেখা গেছে যে শীতল যুদ্ধের সময় জাপানের মাটিতে আমেরিকা হাইড্রোজেন বোমা পরীক্ষার মহড়া চালিয়েছিল।
(last modified 2025-12-18T08:55:20+00:00 )
ডিসেম্বর ১৭, ২০২৫ ১৯:৪৩ Asia/Dhaka
  • জাপানে মার্কিন হাইড্রোজেন বোমা পরীক্ষার মহড়ার নথি
    জাপানে মার্কিন হাইড্রোজেন বোমা পরীক্ষার মহড়ার নথি

পার্সটুডে-নতুন ফাঁস হওয়া নথিতে দেখা গেছে যে শীতল যুদ্ধের সময় জাপানের মাটিতে আমেরিকা হাইড্রোজেন বোমা পরীক্ষার মহড়া চালিয়েছিল।

গোপন নথিতে দেখা গেছে যে গত শতাব্দীর ৭০-এর দশকের গোড়ার দিকে জাপানের দক্ষিণতম স্থানে অবস্থিত ওকিনাওয়া প্রদেশে মার্কিন বাহিনী বেশ কয়েকটি হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার মহড়া চালিয়েছিল, যার চূড়ান্ত লক্ষ্য ছিল শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বা চীনকে আক্রমণ করা।

"কমান্ড ক্রোনোলজি" নামে পরিচিত এবং জাপানের ইয়ামাগুচি প্রদেশে অবস্থিত (মার্কিন) কমান্ড সেন্টারের সাথে সম্পর্কিত এই নথিগুলি ১৯৭০ থেকে ১৯৭৪ সালের মধ্যকার। এইসব নথি প্রমাণ করে এই ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিমান বাহিনী কমপক্ষে ১৯৭১ থেকে ১৯৭৫ সালের মধ্যে ওকিনাওয়া প্রদেশে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতাসম্পন্ন মহড়া পরিচালনা করেছিল।

পরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ওকিনাওয়া দখল করে এবং ১৯৭২ সালের মে মাসে দ্বীপগুলো জাপানকে ফিরিয়ে দেওয়ার পর সেখানে কিছু পারমাণবিক মহড়া পরিচালনা করে।

 

রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার বিরোধিতা করে জাপান

অপর খবরে, জাপানের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার ইউরোপীয় ইউনিয়নের অনুরোধের বিরোধিতা করেছে। জাপান প্রায় ৩০ বিলিয়ন ডলার মূল্যের রাশিয়ার জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করার ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের বিরোধিতা করেছে। ইউরোপীয় জি-৭ দেশগুলো জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিচ্ছে যে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হোক যা মস্কো ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান শুরু করার পর জব্দ করা হয়েছিল। এই প্রতিবেদন অনুসারে, জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা বলেছেন: রাশিয়ার সম্পদ জব্দ করার আইনি কর্তৃত্ব টোকিওর নেই। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরু করার পর, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান রাশিয়ার মোট প্রায় ৩০০ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোপূর্বে সতর্ক করে দিয়েছিল যে পশ্চিমারা যদি এই সম্পদ বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেয় তবে মস্কো প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন