বন্ধ হল ভারতীয় ভিসা সেন্টার
‘সেভেন সিস্টার্স’ নিয়ে মন্তব্য: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
-
রিয়াজ হামিদুল্লাহ
‘সেভেন সিস্টার্স’ নিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের জেরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।
গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, "ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয়–প্রশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব।"
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কূটনৈতিক প্রতিবাদ জানাতেই নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয় বলে এনডিটিভি'র অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ভারতীয় কূটনৈতিক মিশনকে ঘিরে হুমকির বিষয়ে ভারতের গভীর উদ্বেগ হাইকমিশনারকে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের আশপাশে নিরাপত্তা সংকট তৈরির ঘোষণা দেওয়া কিছু 'উগ্রপন্থী গোষ্ঠী'র কর্মকাণ্ড বিশেষভাবে উদ্বেগজনক।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে উগ্রপন্থীরা যে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, ভারত তা মানে না।
বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে। ভারত বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।”
ভারত আশা প্রকাশ করেছে, কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশটিতে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে।
এদিকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে ভারতবিরোধী বক্তব্য বাড়ছে বলে জানিয়েছে ভারত। পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের আসামের কাছাড় জেলায় বাংলাদেশ সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও উগ্রপন্থী তৎপরতার আশঙ্কায় সেখানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
বন্ধ হল ভারতীয় ভিসা সেন্টার
চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে আজ (বুধবার) দুপুর ২টায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর আর কোনো কার্যক্রম চলবে না।#
পার্সটুডে/এমএআর/১৭