ইরান: ভেনেজুয়েলার বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা দেওয়ার মার্কিন পদক্ষেপ জলদস্যুতা
https://parstoday.ir/bn/news/iran-i155208-ইরান_ভেনেজুয়েলার_বাণিজ্যিক_জাহাজগুলোকে_বাধা_দেওয়ার_মার্কিন_পদক্ষেপ_জলদস্যুতা
পার্সটুডে - ইসলামি প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
(last modified 2025-12-19T04:57:35+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২৫ ১৩:২৩ Asia/Dhaka
  • ইরান: ভেনেজুয়েলার বাণিজ্যিক জাহাজগুলোকে বাধা দেওয়ার মার্কিন পদক্ষেপ জলদস্যুতা

পার্সটুডে - ইসলামি প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

পার্সটুডে অনুসারে, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিমূলক বক্তব্যের নিন্দা জানিয়েছে এবং ভেনেজুয়েলা থেকে বা ভেনেজুয়েলায় বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলে আক্রমণ, জব্দ বা বাধা সৃষ্টি করার মার্কিন পদক্ষেপকে রাষ্ট্রীয় জলদস্যুতা এবং সমুদ্রে সশস্ত্র ডাকাতির একটি স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করে ঘোষণা করেছে,  এই অবস্থান এবং পদক্ষেপগুলো বলপ্রয়োগ এবং পদ্ধতিগত হুমকির ওপর ভিত্তি করে একটি নীতির স্পষ্ট প্রকাশ যা আন্তর্জাতিক আইনের স্বীকৃত নীতি এবং নিয়ম এবং জাতিসংঘের সনদের চরম লঙ্ঘন যার মধ্যে নৌচলাচলের স্বাধীনতা, সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের স্বাধীনতা অন্তর্ভুক্ত।

বিবৃতিতে আরো বলা হয়েছে,  জাতিসংঘের সদস্য একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি, অর্থনৈতিক অবরোধ এবং বলপ্রয়োগ জাতিসংঘের সনদের মৌলিক নীতিগুলোর স্পষ্ট লঙ্ঘন বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং হুমকি বা বলপ্রয়োগ নিষিদ্ধকরণের নীতির আওতায় পড়ে। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কোনো শক্তির নেই এবং জাতিসংঘের সনদের মৌলিক নীতি অনুসারে, যেকোনো বহিরাগত হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার অধিকার দেশটির রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিবৃতিতে আরো যোগ করেছে,  "আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ যদি দায়িত্বশীলভাবে সাড়া না দেয় তবে স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা যুদ্ধবাজ মনোভাব অব্যাহত থাকলে একটি বিপজ্জনক প্রবণতা তৈরি হবে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আইনহীনতার স্বাভাবিকীকরণ ঘটবে যার পরিণতি সমগ্র বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে ব্যাহত করবে। সেই অনুযায়ী, জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন এবং সমস্ত দায়িত্বশীল সরকার এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি বর্তমান গুরুতর পরিস্থিতি বুঝত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ ও জবরদস্তিমূলক পদক্ষেপের নিন্দা করবে এবং আন্তর্জাতিক আইনের নীতি এবং জাতিসংঘের সনদের চরম লঙ্ঘনের জন্য মার্কিন সরকারকে জবাবদিহি করবে বলে আশা করা হচ্ছে।"#

পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।