ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে: উজবেকিস্তানের রাষ্ট্রদূত
-
উজবেকিস্তানের রাষ্ট্রদূত ফরিদউদ্দিন নাসিরিউভ
পার্সটুডে- উজবেকিস্তানের রাষ্ট্রদূত ফরিদউদ্দিন নাসিরিউভ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ের বলে উল্লেখ করেছেন।
পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নিযুক্ত উজবেকিস্তানের রাষ্ট্রদূত ফরিদুদ্দিন নাসিরিয়ভ বুধবার সন্ধ্যায় উত্তর ইরানের গোরগান শহরে অনুষ্ঠিত ১৭তম আন্তর্জাতিক জাতিগোষ্ঠীর সংস্কৃতি উৎসবের দ্বিতীয় দিনে বলেন- তেহরান ও তাশখন্দের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সহযোগিতার সর্বোচ্চ স্তরে রয়েছে।
তিনি বলেন, এই সম্পর্ক বজায় রেখে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। নাসিরিয়ভ আরও জানান, এই উৎসবে উজবেকিস্তান থেকে সংগীত ও হস্তশিল্পের ২১ জন শিল্পী অংশগ্রহণ করেছেন এবং তাদের পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেবেন।
তেহরানে নিযুক্ত উজবেকিস্তানের রাষ্ট্রদূত আরও বলেন, ২০২৫ সাল উজবেকিস্তানের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বছর হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এই বছরে ইরানের সঙ্গে যৌথ সহযোগিতা কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক থেকেও ইরান ও উজবেকিস্তানের মধ্যে গভীর মিল ও বন্ধন রয়েছে, আর এই সাংস্কৃতিক ঘনিষ্ঠতাই দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের পথ সুগম করেছে।
নাসিরিয়ভ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দিয়ে বলেন, কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করতে চাই। একই সঙ্গে তিনি বলেন, পর্যটন উন্নয়ন উজবেকিস্তানের অন্যতম প্রধান অগ্রাধিকার।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন