ইউরোপীয় নেতাদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত; রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের উদ্যোগ
-
ইউরোপীয় নেতাদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত; রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের উদ্যোগ
পার্সটুডে- ইউক্রেনকে অর্থায়নের জন্য রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা ব্রাসেলস বৈঠকে অভ্যন্তরীণ বিরোধিতা ও আইনি উদ্বেগের মুখে পড়েছে। যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলস বৈঠকে আগামী দুই বছরে ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরো অর্থায়ন নিয়ে আলোচনা করছেন, তখন রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের বিতর্কিত পরিকল্পনা বেলজিয়ামের মতো কয়েকটি দেশের বিরোধিতার সম্মুখীন হয়েছে। এটি “ক্ষতিপূরণ ঋণ” নামে পরিচিত।
একই সঙ্গে আগের সমর্থন থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর আশঙ্কা ইউরোপীয় ইউনিয়নের ঐক্যকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।
ইউরোপীয় ইউনিয়ন একটি বিতর্কিত কাঠামো প্রণয়নের চেষ্টা করছে, যার মাধ্যমে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দকৃত সম্পদ (প্রায় ২১০ বিলিয়ন ইউরো) থেকে ২০২৬ ও ২০২৭ সালে ইউক্রেনে অর্থায়নের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে প্রদান করা হবে। “ক্ষতিপূরণ ঋণ” নামে পরিচিত এই পরিকল্পনার লক্ষ্য হলো ইউক্রেনের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মস্কোর ওপর চাপ বাড়ানো।
তবে এ নিয়ে গুরুতর আপত্তি রয়েছে, বিশেষ করে বেলজিয়ামের পক্ষ থেকে এই আপত্তি উঠেছে। কারণ জব্দকৃত এসব সম্পদের একটি বড় অংশ সে দেশে অবস্থিত “ইউরোক্লিয়ার” ডিপোজিটরি প্রতিষ্ঠানে সংরক্ষিত। বেলজিয়াম এই উদ্যোগের আইনি পরিণতি ও রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন এবং সম্ভাব্য ক্ষতির দায়ভার কীভাবে ইইউ সদস্যরা বহন করবে, সে বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা দাবি করছে।
অন্যদিকে, জার্মানি ও পোল্যান্ড এই পরিকল্পনার জোরালো সমর্থক। লুক্সেমবার্গও যুক্তরাষ্ট্রের সমর্থন কমে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে ইউরোপের নিজের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।
এই মতভেদগুলো এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইউরোপীয় নেতারা একসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ঐক্য বজায় রাখা, ইউক্রেনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনি ঝুঁকি ব্যবস্থাপনা এবং ইউরোপীয় বাজারগুলোর বিশ্বাসযোগ্যতা রক্ষা করার চেষ্টা করছেন। বৃহস্পতিবার ব্রাসেলস বৈঠকের (১৮ ডিসেম্বর ২০২৫) ফলাফল শুধু ইউক্রেনের ভবিষ্যৎ নয়, আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বতন্ত্র ও কার্যকর খেলোয়াড় হিসেবে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতার ওপরও প্রভাব ফেলবে।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন