চিকিৎসা ও গবেষণায় ইরানের নতুন পারমাণবিক সাফল্য
https://parstoday.ir/bn/news/iran-i155150-চিকিৎসা_ও_গবেষণায়_ইরানের_নতুন_পারমাণবিক_সাফল্য
ইরান পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি বড় সাফল্য প্রকাশ করেছে। চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে ব্যবহারযোগ্য এই উদ্ভাবনগুলোর পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। এই অর্জনগুলি ইরানের পারমাণবিক গবেষণা ও চিকিৎসা বিজ্ঞান খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
(last modified 2025-12-16T08:32:12+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২৫ ১৪:৩০ Asia/Dhaka
  • চিকিৎসা ও গবেষণায় ইরানের নতুন পারমাণবিক সাফল্য
    চিকিৎসা ও গবেষণায় ইরানের নতুন পারমাণবিক সাফল্য

ইরান পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি বড় সাফল্য প্রকাশ করেছে। চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে ব্যবহারযোগ্য এই উদ্ভাবনগুলোর পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। এই অর্জনগুলি ইরানের পারমাণবিক গবেষণা ও চিকিৎসা বিজ্ঞান খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জনের কথা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী। অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট তিনটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করে।

এই উদ্ভাবনের মধ্যে রয়েছে গ্যালিয়াম-৬৮ নামের একটি ডায়াগনস্টিক রেডিওফার্মাসিউটিক্যাল, যা মূলত মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হবে। এছাড়া রয়েছে লুটেটিয়াম-১৭৭, একটি থেরাপিউটিক রেডিওফার্মাসিউটিক্যাল, যা ক্যানসার চিকিৎসায় কার্যকর। তৃতীয় উদ্ভাবনটি হলো হাড়ের ব্যথা চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) চিকিৎসা যন্ত্র।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। সরকার জানিয়েছে, এই নেটওয়ার্কের লক্ষ্য দেশটির পারমাণবিক গবেষণার সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী জানান, উদ্ভাবন ও গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব পণ্যে রূপান্তর করাই সংস্থার একমাত্র অগ্রাধিকার। তিনি বলেন, ২০২৩ সালে একই প্রদর্শনীতে ইরান ৫০টি রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল।

বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০টিতে, এবং আরও ২০টি রেডিওফার্মাসিউটিক্যাল গবেষণাধীন পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি ইরানের চিকিৎসা বিজ্ঞান ও পারমাণবিক গবেষণার সক্ষমতাকে আরও সুসংহত করবে এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেশটির প্রযুক্তিগত অবস্থান শক্তিশালী করবে। তথ্যসূত্র : মেহের নিউজ এজেন্সি।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন