অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালালো ইরাকি যোদ্ধারা
(last modified Mon, 19 Aug 2024 05:37:07 GMT )
আগস্ট ১৯, ২০২৪ ১১:৩৭ Asia/Dhaka
  • অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালালো ইরাকি যোদ্ধারা

ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

ইরাকি প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ গতকাল (রোববার) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজার বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে এই হামলা চালানো হয়। 

গাজার প্রতিরোধ যোদ্ধারা বারবার বলে আসছে, ইহুদিবাদী ইসরাইল যদি গাজায় গণহত্যা অব্যাহত রাখে তাহলে তারা ইসরাইলের বিরুদ্ধে অভিযান জোরদার করবে। এছাড়া, আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো বহুবার ইসরাইলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 

এছাড়া, গাজা আগ্রাসন শুরুর পর ইসরাইলের প্রতি অকুন্ঠ সমর্থন দেয়ার প্রতিবাদে ইরাকি যোদ্ধারা মার্কিন সামরিক অবস্থানগুলোতেও হামলা চালাচ্ছে। এর অংশ হিসেবে তারা ইরাক এবং সিরিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের ৪০ হাজারের বেশি নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ