সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i141460-সিরিয়ার_সামরিক_স্থাপনায়_হামলা_চালিয়েছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী সেনারা আরব এ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে বেশ কয়েকটি সামরিক স্থানকে লক্ষ্য করে হামলা চালায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৪ ১২:১৬ Asia/Dhaka
  • সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী সেনারা আরব এ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে বেশ কয়েকটি সামরিক স্থানকে লক্ষ্য করে হামলা চালায়।

সিরিয়ার গণমাধ্যম গতকাল (রোববার) জানিয়েছে, হামা শহরকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২০ ব্যক্তি আহত হয়েছে। সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ছোঁড়া কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে এবং ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের রক্তক্ষয়ী আগ্রাসনের মধ্যেই সিরিয়ার ওপর ইসরাইল এই হামলা চালালো। 

গত ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন তাদের আশ্চর্যজনক অভিযান অপারেশন আল-আকসা স্টর্ম পরিচালনা করে। এরপর থেকে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার স্কুল, কলেজ, হাসপাতাল, বাসস্থান এবং মসজিদ ও গির্জায় লাগাতার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। 

ইসরাইলের বর্বর আগ্রাসনে গাজায় ৪১ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।