'সিরিয়ায় ইসরাইলি সেনার হাতে ইরানি উপদেষ্টা বন্দি হওয়ার খবর গুজব'
(last modified Fri, 13 Sep 2024 10:56:31 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৬:৫৬ Asia/Dhaka
  • 'সিরিয়ায় ইসরাইলি সেনার হাতে ইরানি উপদেষ্টা বন্দি হওয়ার খবর গুজব'

সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস মাসইয়াফ অঞ্চল থেকে ইসরাইলি সেনাদের মাধ্যমে ইরানের কোনো উপদেষ্টার অপহরণ বা বন্দি হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। 

দামেস্কে ইরানের দূতাবাসের ওয়েব পেইজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল গত ১১ মাসের নানা ব্যর্থতা ও পরাজয়ের প্রেক্ষাপটে হতাশার এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেকে রক্ষার জন্য শিশুদের হত্যা করা ও মিথ্যা খবর প্রচার করা ছাড়া অন্য কোনো পথ দেখছে না।

ওই বিবৃতিতে সিরিয়ার মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে আরও বলা হয়েছে: মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি অপরাধী তৎপরতায় ইরানের কোনো উপদেষ্টার কোনো ক্ষতি হয়নি এবং দুই ইরানি সামরিক উপদেষ্টার বন্দি হওয়ার দাবি মিথ্যা। কেবল ইসরাইলের মাইক হিসেবে তৎপর এমন কিছু অখ্যাত বা পরিচয়হীন সংবাদমাধ্যম এই মিথ্যা সংবাদ প্রচার করেছে। 

গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি মিডিয়াগুলো দাবি করেছে যে সিরিয়ার হামা প্রদেশের মাসইয়াফ অঞ্চলে ইসরাইলি ছত্রী বাহিনী দু'জন ইরানিকে বন্দি করেছে।  #

পার্সটুডে/এমএএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ