লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা, অন্তত ২৭৪ শহীদ, শত শত আহত
https://parstoday.ir/bn/news/event-i141952
ইহুদিবাদী ইসরাইল লেবাননের ওপর ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে যাতে কমপক্ষে ২৭৪ ব্যক্তি শহীদ এবং শত শত মানুষ আহত হয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১৯:২২ Asia/Dhaka
  • লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা, অন্তত ২৭৪ শহীদ, শত শত আহত

ইহুদিবাদী ইসরাইল লেবাননের ওপর ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে যাতে কমপক্ষে ২৭৪ ব্যক্তি শহীদ এবং শত শত মানুষ আহত হয়েছেন।

হতাহতদের মধ্যে বহু নারী, শিশু এবং জরুরি বিভাগের কর্মী রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলায় শহীদের সংখ্যা বাড়তে পারে।

লেবাননের গণমাধ্যমগুলো বলছে, দেশের দক্ষিণাঞ্চলের সমস্ত শহর এবং গ্রামে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়েছে। এছাড়া, বেকা উপত্যকাসহ লেবাননের পূর্বাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরাইল। 

লেবাননের সূত্রগুলো জানিয়েছে, ৪০টিরও বেশি এলাকায় ইসরাইল বিমান হামলা চালিয়েছে। সীমান্ত থেকে ১২৫ কিলোমিটার ভেতরে ঢুকে ইসরাইলের যুদ্ধবিমানগুলো এই তাণ্ডব চালিয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যম দাবি করেছে।

এদিকে, ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, তাদের সেনারা লেবাননের বিরুদ্ধে আরো ব্যাপক এবং নিখুঁত হামলা চালাবে এবং নিকট ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত থাকবে। #

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৩