ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস স্থাপনে সমঝোতা সই
-
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক
ঢাকায় নতুন মিশন চালুর লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস (ওএইচসিএইচআর)। সমঝোতা স্মারক অনুযায়ী ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস স্থাপন করা হবে।
আজ (শুক্রবার) জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ সমঝোতা চুক্তিতে সই করেন।
জেনেভা থেকে ওএইচসিএইচআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে মানবাধিকারের ‘উন্নয়ন ও সুরক্ষার’ বিষয়কে সমর্থন দিতে খোলা হবে এই অফিস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা বেড়েছে। মানবাধিকার বিষয়ক সংস্কার এগিয়ে নিতে মানবাধিকার অফিস বিভিন্ন অংশীজনদের সঙ্গে কাজ করছে এবং গণবিক্ষোভে রক্তক্ষয়ী নির্যাতনের বিষয়ে বিস্তারিত তথ্যানুসন্ধান করেছে।
ফলকার তুর্ক বলেন, "বাংলাদেশের পটপরিবর্তনের এই সময়ে মানবাধিকারের সুরক্ষার প্রতিশ্রুতি যে ‘অন্যতম ভিত্তি’ হিসাবে রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বার্তা পাঠাচ্ছে এই সমঝোতা স্মারক। তথ্যানুসন্ধানের সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে সহায়তা যাতে আরও ভালোভাবে দেওয়া যায়, সেক্ষেত্রে ভূমিকা রাখবে এই এমওইউ। পাশাপাশি মৌলিক সংস্কারের উদ্যোগগুলোর ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা ও সহায়তা নিয়ে বাংলাদেশের সরকার, নাগরিক সমাজ এবং অন্য বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারব।”
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস জানায়, ঢাকার নতুন মিশনটি দেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বাড়ানোর কাজ করবে।
এদিকে, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন খোলার বিষয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়েছিল। অনেক রাজনৈতিক দল আপত্তিও জানিয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এখানে অফিস খোলা হলে বাংলাদেশের মানবাধিকার আরও সুরক্ষিত হবে।
উল্লেখ্য, গত ১০ জুলাই ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের একটি অফিস স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর আগে গত ২৯ জুন উপদেষ্টা পরিষদ জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের একটি অফিস ঢাকায় স্থাপনের প্রস্তাবের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়।#
পার্সটুডে/এমএআর/১৮