সেনা মুখপাত্র জেনারেল সারির তথ্য
ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা আরব সাগরে ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরাইলের সাথে সংশ্লিষ্ট আরেকটি জাহাজে হামলা চালিয়েছে।
গতকাল (শুক্রবার) ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, "আল্লাহর সাহায্যে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে আরব সাগরে মেগালোপোলিস নামে একটি জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছে।"
তিনি বলেন, ইসরাইলি বন্দর অভিমুখে পণ্য পরিবহনের ওপর ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করার জন্য জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, অভিযানটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট পরিচালনা করেছে।
জেনারেল সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইল অভিমুখী সমস্ত জাহাজকে আঘাত করা অব্যাহত রাখবে। যেসব জাহাজ ইসরাইল থেকে লোহিত সাগর দিয়ে বের হবে সেগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি সুস্পষ্ট ঘোষণা দেন- অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননের ওপর দখলদার বাহিনীর আগ্রাসন বন্ধ হলেই কেবল ইসরাইল-বিরোধী ইয়েমেনি অভিযান বন্ধ হবে।
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাত সম্পর্কে জেনারেল সারি বলেন, "ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা এবং লেবাননের যোদ্ধাদের স্যালুট করে এবং নিশ্চিতভাবে বিশ্বাস করে যে, মহান নেতা ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাত বিশ্বের সমস্ত প্রতিরোধ ও মুক্তিকামী মানুষের মুক্তি এবং বিজয়ের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পকে জোরদার করবে।”#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন