ইসরাইলের প্রতি সমর্থন
ইয়েমেনের হুদাইদা শহরে নতুন করে হামলা চালালো আমেরিকা ও ব্রিটেন
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে আমেরিকা ও ব্রিটেন নতুন করে বিমান হামলা চালিয়েছে।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, শহরের আল-হাওয়াক অঞ্চলের হুদাইদা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়া হয়নি।
হুদাইদাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহ আগে এ ধরনের একটি হামলা করেছিল ইঙ্গো-মার্কিন জোট। তবে আজকের হামলা সম্পর্কে তারা কোনো মন্তব্য করেনি। আমেরিকা এবং তার মিত্ররা ইয়েমেনের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত কয়েক মাস ধরে দেশটির ওপর বিমান হামলা চালিয়ে আসছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন আরব সাগর ও লোহিত সাগরে ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালাচ্ছে। এছাড়া, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, ইসরাইলের বর্বরতার প্রতি সমর্থন জানিয়ে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের ওপর বিমান হামলা চালাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩১