ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এক্স পোস্ট ‘
স্বাধীনতাকামীদের জন্য সিনওয়ারের শাহাদাত অনুপ্রেরণার উৎস হবে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাত প্রতিরোধকামীদের পথ চলার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।
গতকাল (শুক্রবার) তিনি বলেন, “সিনওয়ার মৃত্যুকে ভয় পান না; তিনি গাজায় শাহাদাত চেয়েছিলেন এবং সাহসের সাথে যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত লড়াই করেছেন।"
বৃহস্পতিবার গাজার রাফাহ শহরে ইসরাইলি বিমান হামলায় সিনওয়ার শহীদ হন। হামাস গতকাল তার শাহাদাতের খবর নিশ্চিত করেছে। এর আগের দিন ইসরাইলের বর্বর বাহিনী সিনওয়ারের শাহাদাতের কথা প্রথম প্রকাশ করে।
আরাকচি তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, “হামাস নেতার ভাগ্য- তার শেষ ছবিতে সুন্দরভাবে চিত্রিত- এটি কোনো বাধা নয় বরং ফিলিস্তিনি এবং অ-ফিলিস্তিনি সহ এই অঞ্চলের সমস্ত প্রতিরোধ যোদ্ধাদের জন্য অনুপ্রেরণার উৎস।"
শীর্ষ ইরানি কূটনীতিক জোর দিয়ে বলেন, ইরান এবং বিশ্বের বহু দেশ ফিলিস্তিনি জনগণের মুক্তির জন্য সিনওয়ারের নিঃস্বার্থ সংগ্রামকে সালাম জানায়। তিনি আরো বলেন, "শহীদরা চিরকাল বেঁচে থাকে এবং ফিলিস্তিনের দখলদারিত্ব থেকে মুক্তির লড়াই আগের চেয়ে অনেক বেশি জীবন্ত।"#
পার্সটুডে/এসআইবি/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন