দ. লেবাননে অনুপ্রবেশের ইসরাইলি চেষ্টা নস্যাত; হানাদারদের ব্যাপক ক্ষয়ক্ষতি
(last modified Wed, 23 Oct 2024 04:43:29 GMT )
অক্টোবর ২৩, ২০২৪ ১০:৪৩ Asia/Dhaka
  • দ. লেবাননে অনুপ্রবেশের ইসরাইলি চেষ্টা নস্যাত; হানাদারদের ব্যাপক ক্ষয়ক্ষতি

লেবাননের দক্ষিণাঞ্চলীয় আত-তাইবে শহরে অনুপ্রবেশের একটি ইসরাইলি প্রচেষ্টা রুখে দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এটি বলেছে, ইহুদিবাদী সেনারা ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পিছু হটে গেছে।

হিজবুল্লাহ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সোমবার বিকেলে ইসরাইলি সেনারা আত-তাইবে শহরের দিকে অগ্রসর হয়। এ সময় প্রতিরোধ যোদ্ধারা তাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হন এবং তাদের প্রতিরোধের মুখে দখলদার সেনারা পিছু হটতে বাধ্য হয়।

এ সময় হিজবুল্লাহ যোদ্ধারা অসংখ্য স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালান। এতে হতাহত ইসরাইলি সেনাদের পরিসংখ্যান প্রকাশ করেনি দখলদার বাহিনী। তবে তেল আবিব দক্ষিণ লেবাননে মঙ্গলবারের সংঘর্ষে তাদের দু’জন সেনার নিহত হওয়ার খবর নিশ্চিত করছে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে রাজধানী বৈরুতের একটি হাসপাতালের কাছে ইসরাইলি বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন যাদের মধ্যে একজন শিশু রয়েছে। ওই হামলায় আরো ৫৭ জন আহত হন।

আলাদা এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ইহুদিবাদী সেনাদের বিমান হামলায় চারজন মেডিক্যাল কর্মী নিহত হয়েছেন। বিবৃতিতে লেবাননের স্বাস্থ্যসেবার বিরুদ্ধে ইসরাইলি বর্বর হামলার ব্যাপারে নীরবতা ভাঙার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ