মধ্যপ্রাচ্যে প্রচণ্ড উত্তেজনা
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ফের রকেট হামলা
সিরিয়ার পূর্বাঞ্চলে দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে এক ঝাঁক রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (মঙ্গলবার) এক প্রতিবেদনে জানিয়েছে, দেইর আয-জাওয়ার প্রদেশের কনোকো গ্যাস ক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত ছয়টি রকেট দিয়ে হামলা চালানো হয়।
একটি সূত্র আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, ছয়টির মধ্যে চারটি রকেট সামরিক ঘাঁটির ভেতরে আঘাত করে। এ সময় সেখানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও সূত্রটি দাবি করে।
সূত্রটি জানিয়েছে, কনোকো গ্যাস ফিল্ডের কাছে দখলদার মার্কিন বাহিনী যে রাডার স্টেশন প্রতিষ্ঠা করেছে তাকে লক্ষ্য করে এই রকেট হামলা হয়েছে। আল-মায়াদিন জানায়, রকেট হামলার পরপরই মার্কিন বাহিনী সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্ব পাশের সাতটি গ্রামে হামলা চালিয়েছে। এই অঞ্চল সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যখন ইসরাইলি দখলদার বাহিনী বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ওপর এই রকেট হামলা হলো। ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতি মার্কিন সরকার শুরু থেকেই প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে মারাত্মক সামরিক উত্তেজনা বিরাজ করছে।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন