জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্বেগ; ভেঙে দেয়া যাবে না আনরোয়া
(last modified Thu, 31 Oct 2024 13:53:24 GMT )
অক্টোবর ৩১, ২০২৪ ১৯:৫৩ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্বেগ; ভেঙে দেয়া যাবে না আনরোয়া

গাজা উপত্যকায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা বা আনরোয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে "গভীর উদ্বেগ" প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একইসাথে সাহায্য সংস্থাটি ভেঙে দেয়ার বিরুদ্ধেও সতর্ক করেছে।

আনরোয়া নিষিদ্ধ করার বিষয়ে ইসরাইলি সংসদে একটি বিল পাসের দুই দিন পর গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদ এ সতর্কতা জারি করল। ইসরাইলের এই বিল তিন মাসের মধ্যে কার্যকর হবে।

ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য আনরোয়ার স্পর্শকাতর সহায়তা প্রদানকেও সীমাবদ্ধ করবে।

নিরাপত্তা পরিষদ ইসরাইলকে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে এবং সংস্থার সুবিধাগুলোর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে আনরোয়া ইসরাইলের একের পর এক আক্রমণের শিকার।   

আনরোয়ার কার্যক্রম পরিচালনার জন্য সাধারণ পরিষদ যে ম্যান্ডেট দিয়েছে তা অব্যাহত রাখতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিষদ বলেছে, আনরোয়া যুদ্ধ-বিধ্বস্ত গাজায় মানবিক ত্রাণ কার্যক্রমের "মেরুদণ্ড"; কোনো সংস্থা বা প্রতিষ্ঠান এই সংস্থার বিকল্প হিসেবে কাজ করতে পারে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩১

ট্যাগ