আরো বেশি যৌথ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত ইরান ও সৌদি আরবের
(last modified Fri, 25 Oct 2024 09:36:12 GMT )
অক্টোবর ২৫, ২০২৪ ১৫:৩৬ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে ইরানের জামারান ডেস্ট্রয়ার
    পারস্য উপসাগরে ইরানের জামারান ডেস্ট্রয়ার

নিজেদের মধ্যকার সম্পর্কে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে লোহিত সাগর ও এডেন সাগরে আরো বেশি যৌথ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ও সৌদি আরব।

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ খবর জানিয়ে বলেছেন, “সৌদি আরব লোহিত সাগরে একটি যৌথ সামরিক মহড়া চালানোর প্রস্তাব দিয়েছে।” তিনি আরো বলেন, “প্রস্তাবিত মহড়াটি কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা ও শলাপরামর্শ চলছে।” আসন্ন এ মহড়ার দিন-তারিখ নিয়ে কিছু জানাননি অ্যাডিমরাল ইরানি।

এর আগে সৌদি আরব বুধবার একথার সত্যতা নিশ্চিত করেছে যে, দেশটির সশস্ত্র বাহিনী সম্প্রতি ইরানের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি জানান, তার দেশের নৌবাহিনী সম্প্রতি ওমান সাগরে ইরানসহ আরো কয়েকটি দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

ইরানের পাশাপাশি ভারত, বাংলাদেশ, রাশিয়া, সৌদি আরব, ওমান, পাকিস্তান, কাতার ও থাইল্যান্ডের নৌবাহিনী সম্প্রতি ভারত মহাসাগরে ওই  যৌথ নৌমহড়া চালিয়েছে। অ্যাডমিরাল ইরানি বলেন, ইরানের ছিল ওই মহড়ার স্বাগতিক দেশ এবং এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, ইরানকে কোণঠাসা বা একঘরে করে রাখা সম্ভব নয়।

ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে তখন এসব মহড়ার খবর এল। ইসরাইলে ইরানের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে তেল আবিব। এর জবাবে তেহরান বলেছে, ইসরাইল ইরানে হামলা চালালে তার কয়েক গুণ শক্তিশালী পাল্টা জবাব দেবে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৫

 

ট্যাগ