শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী:
'ইরানে কোনো সন্ত্রাসীর দায়মুক্তি নেই এমনকি জার্মান পাসপোর্ট থাকলেও'
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, কোনো ব্যক্তির একটি জার্মান পাসপোর্ট থাকলেই সে দায়মুক্তি বা আইনের ঊর্ধ্বে থাকার ক্ষমতা পেয়ে যায় না, একজন সন্ত্রাসী তো দূরের কথা।
ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক ও একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডার জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকর করার পক্ষে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
আমেরিকা-ভিত্তিক ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী তোন্দারের রিংলিডার শারমাহদের মৃত্যুদণ্ড সোমবার কার্যকর করা হয়। এ ঘটনার প্রতিবাদে জার্মানি মঙ্গলবার তেহরান থেকে নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং বার্লিনে নিযুক্ত ইরানি চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে নিজের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবে করে।
আব্বাস আরাকচি গতকাল (মঙ্গলবার) নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে লিখেছেন, বার্লিন মানবাধিকার রক্ষা করার যে দাবি করে তা নিয়ে জার্মানির জনগণই এখন হাসিঠাট্টা করে। তিনি বলেন, জার্মানি সমর্থন জানালেও ইরানে কোনো সন্ত্রাসী দায়মুক্তি পায় না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের জনগণ আজও ভুলে যায়নি জার্মানি কীভাবে ইরাকের আগ্রাসী শাসক সাদ্দামকে রাসায়নিক অস্ত্র দিয়ে সাহায্য করেছিল, যে অস্ত্র দিয়ে হাজার হাজার ইরানিকে হত্যা করা হয়েছে। আরাকচি বলেন, এই মুহূর্তেও জার্মানি গাজার নিরীহ নারী ও শিশুদের হত্যা করার জন্য বিধ্বংসী সব অস্ত্র দিয়ে ইসরাইলকে সহযোগিতা করছে। #
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।