গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরাইলি বিমান হামলা, ১৪ ফিলিস্তিনি শহীদ
গাজা উপত্যকা জুড়ে মার্কিন-ইসরাইলি গণহত্যায় বেসামরিক ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল থামছেই না। অবরুদ্ধ এই উপত্যকার বিরুদ্ধে সব ধরনের পাশবিকতা চালিয়ে যাচ্ছে তেল আবিব সরকার।
গাজার শাতি শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বৃহস্পতিবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। এ হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি শহীদ ও অপর অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। স্কুলটিতে গাজায় ঘরবাড়ি হারানো মানুষেরা আশ্রয় নিয়েছিলেন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু।
ইহুদিবাদী ইসরাইলি সেনারা গত এক বছরে গাজা উপত্যকার এরকম শত শত আশ্রয় কেন্দ্রে ভয়ঙ্কর সব গণহত্যা চালিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার সেনাদের সংঘর্ষ থেকে বাঁচতে নিজেদের ঘরবাড়ি ফেলে এসব আশ্রয়কেন্দ্রে উঠেছিলেন হতভাগ্য ফিলিস্তিনিরা।
জাতিসংঘ গত সেপ্টেম্বরে জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজার ৮৫ শতাংশ স্কুল ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্কুলের মধ্য ৭০ শতাংশই জাতিসংঘ পরিচালিত। গাজার পূর্ব প্রান্ত জুড়ে অর্থাৎ ইসরাইলের সীমান্ত ঘেঁষা আবাসিক ভবন, সরকারি অফিস-আদালতসহ সব অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে ইহুদিবাদী সেনারা।
সাধারণ ফিলিস্তিনি জনগণ এখন উন্মুক্ত স্থানসহ যেসব ধ্বংসপ্রাপ্ত স্কুলে এখনও কোনোমতে অবস্থান করার মতো জায়গা অবশিষ্ট রয়েছে সেসব জায়গায় দিন গুজরান করছেন। এর মধ্যেও তাদেরকে ইহুদিবাদী বাহিনীর নতুন নতুন হামলার শিকার হয়ে শাহাদাতবরণ করতে হচ্ছে। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/৮