নেতানিয়াহুর দাবি
‘আমি ব্যক্তিগতভাবে লেবাননের পেজার ও ওয়াকি টকি হামলার নির্দেশ দিয়েছিলাম’
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তিনি ব্যক্তিগতভাবে লেবাননে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের মাধ্যমে হামলার নির্দেশ দিয়েছিলেন।
গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর লেবাননে হাজার হাজার কমিউনিকেশন ডিভাইস পেজার এবং ওয়াকি টকিতে বিস্ফোরণ ঘটে এবং কমপক্ষে ৩৯ জন নিহত এবং ৩৪০০ ব্যক্তি আহত হন।
গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ওমের দস্ত্রি নেতানিয়াহুর এই দাবির কথা জানান। লেবাননের পেজার এবং ওয়াকি টকি বিস্ফোরণ ঘটানো সম্পর্কে এতদিন ইসরাইলি কর্মকর্তারা দায় এড়িয়ে চললেও নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্রের এই ঘোষণার মধ্য দিয়ে তার অবসান ঘটলো।
সেপ্টেম্বরের ওই হামলায় সাধারণ লোকজনের পাশাপাশি হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের অনেক সদস্য হতাহত হন। আহতদের অনেকেই চোখ কিংবা শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন। লেবানন সরকার এই ঘটনাকে নজিরবিহীন বর্বরতা বলে ইসরাইলের নিন্দা করেছিল।#
পার্সটুডে/এসআইবি/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।