দখলদার বাহিনীর বিরুদ্ধে পশ্চিম তীরে অব্যাহত ফিলিস্তিনি সংগ্রাম
এক সপ্তাহে ফিলিস্তিনিদের ৭৩টি প্রতিরোধমূলক কর্মকাণ্ড রেকর্ড
পার্স-টুডে: ফিলিস্তিনি তথ্য কেন্দ্র "মা'তা" গত সপ্তাহে পশ্চিম তীর ও জেরুজালেমে সশস্ত্র ও জনপ্রিয় উভয় ধরণের ৭৩টি প্রতিরোধের ঘটনা নথিভুক্ত করেছে, যা তীব্রতর হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের অব্যাহত প্রতিরোধের গুরুত্ব তুলে ধরছে।
মা'তার মতে, ৫ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ এবং যানবাহনে হামলা চালানো হয়েছিল। আর পশ্চিম তীরের শহর, নগর এবং গ্রামে এইসব গভীর অভিযান চালানো হয়েছিল।
কেন্দ্রটি পশ্চিম তীর এবং জেরুজালেমের একাধিক এলাকায় ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে, পাশাপাশি ইসরায়েলি ও বসতি স্থাপনকারীদের হামলার প্রতিবাদে তিনটি জনপ্রিয় বিক্ষোভের খবর দিয়েছে। কেন্দ্রটি ৫৮টি ভিন্ন স্থানে এই সংঘর্ষ এবং বিক্ষোভ রেকর্ড করেছে।
প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সামরিক যানবাহন এবং সৈন্যদের বিরুদ্ধে তিনটি ইমপ্রোভাইভড বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এছাড়াও, স্থানীয় যুবক ও বাসিন্দারা বসতি স্থাপনকারীদের আক্রমণ এবং ফিলিস্তিনি বাড়িঘর ও আবাসিক এলাকায় হামলা চালানোর প্রচেষ্টা প্রতিহত করার জন্য সাতটি সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গাজায় ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী পবিত্র আলকুদস শহর বা জেরুজালেমসহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর তাদের আক্রমণ তীব্রভাবে বাড়িয়েছে। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে যে এই তীব্রতার ফলে প্রায় ১,০৯২ জন ফিলিস্তিনি শহীদএবং ১০,০০০ এরও বেশি আহত হয়েছে, পাশাপাশি ২০,০০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে - যার মধ্যে ১,৬০০ শিশু রয়েছে।#