আমরা মার্কিন হুমকিতে ভীত নই: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i154814-আমরা_মার্কিন_হুমকিতে_ভীত_নই_ভেনেজুয়েলার_স্বরাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে-ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জোর দিয়ে বলেছেন: মার্কিন চাপ সত্ত্বেও ভেনেজুয়েলার জনগণ আত্মবিশ্বাসের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং কোনও হুমকিকে ভয় পায় না।
(last modified 2025-12-07T12:17:39+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২৫ ১৪:৫৭ Asia/Dhaka
  • দিওসদাদো ক্যাবেলো মোনাগাসে মার্কিন হুমকির বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণের প্রতিরোধ সম্পর্কে বক্তব্য রাখেন
    দিওসদাদো ক্যাবেলো মোনাগাসে মার্কিন হুমকির বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণের প্রতিরোধ সম্পর্কে বক্তব্য রাখেন

পার্সটুডে-ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জোর দিয়ে বলেছেন: মার্কিন চাপ সত্ত্বেও ভেনেজুয়েলার জনগণ আত্মবিশ্বাসের সাথে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং কোনও হুমকিকে ভয় পায় না।

আল মায়াদিনের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভেনেজুয়েলার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির মহাসচিব দিওসদাদো ক্যাবেলো মোনাগাস রাজ্যে বলিভারিয়ান সম্প্রদায়ের নেতাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। ওই বক্তৃতায় তিনি বলেছেন: বলিভারিয়ান বিপ্লব "নিরস্ত্র সংগ্রামের" পরিস্থিতিতে অব্যাহত রয়েছে। এটা এমন এক সংগ্রাম যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ এবং হুমকি উপেক্ষা করে জীবন বাজি রেখে প্রতিদিন সংঘর্ষ করে এগুতে হচ্ছে।

ভেনিজুয়েলার উপকূলে বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা এবং আমেরিকার যুদ্ধবিমানের তীব্র উড্ডয়নের কথা উল্লেখ করে তিনি এইসব পদক্ষেপকে জনগণের মধ্যে ভয় জাগানো, ত্রাস সৃষ্টির প্রচেষ্টা বলে মনে করেন। তিনি জোর দিয়ে বলেন: "তারা আমাদের চেনে না... আমরা কোনও কিছুতেই ভীত নই।" ক্যাবেলো ভেনেজুয়েলায় যা ঘটছে তা "জনগণের জন্য একটি প্রকৃত বিজয়" বলে অভিহিত করেছেন। এই প্রেক্ষাপটে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করেছেন: জনগণ তাদের ভূমি এবং মর্যাদা রক্ষা করতে প্রস্তুত। তিনি আরও বলেন: ক্যারাকাস ২ লাখেরও বেশি পেশাদার সামরিক কর্মী নিয়ে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে প্রস্তুত।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন