ইয়েমেনে ইঙ্গ-মার্কিন অব্যাহত হামলা ও হামাস নেতৃবৃন্দকে ইয়েমেনে আসার আহ্বান 
(last modified Tue, 12 Nov 2024 12:31:05 GMT )
নভেম্বর ১২, ২০২৪ ১৮:৩১ Asia/Dhaka
  • আবদুল মালিক বদরুদ্দিন হুউসি
    আবদুল মালিক বদরুদ্দিন হুউসি

পার্স-টুডে- ইঙ্গ-মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের আলহুদাইদা প্রদেশে বোমা বর্ষণ করেছে। ইয়েমেনি সংবাদ-সূত্রগুলো জানিয়েছে, আজ (শনিবার) ইয়েমেনের হুদাইদা প্রদেশের দক্ষিণাঞ্চলে আলফাজে ও আত্তাহিতা জেলায় বোমা হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ জঙ্গি বিমান।

সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলা জোরদার হয়েছে। গতকালও ইঙ্গ-মার্কিন জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সা'দা ও ওমরান প্রদেশের নানা ঘাঁটিতে হামলা চালায়। 

আলমাসিরা টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের ওমরান প্রদেশের হারফ সুফিয়ান অঞ্চলে একটি ও সা'দা প্রদেশের আররাহবাহ শহরের সাফরা অঞ্চলে দুটি হামলা চালায় ইঙ্গ-মার্কিন বাহিনী। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের রাজধানী 'সান্‌আ'য়ও বার বার হামলা চালিয়েছে আগ্রাসী ইঙ্গ-মার্কিন অক্ষ। গত রোববার ওমরান প্রদেশের সুফিয়ান শহরে ও রাজধানী সান্আ প্রদেশের আলহাফা অঞ্চলে ও সানহান শহরে কয়েকবার অভিযান চালায়। গাজা ও লেবাননের মজলুম জনগণের প্রতি ইয়েমেনের সর্বাত্মক সহায়তা বন্ধ করতে চাপ সৃষ্টির লক্ষ্যেই এইসব হামলা চালিয়ে আসছে ইঙ্গ-মার্কিন আগ্রাসী চক্র। 

ইঙ্গ-মার্কিন আগ্রাসনের ইয়েমেনি জবাব 

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি-ই বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে চালানো ইঙ্গ-মার্কিন আগ্রাসনের জবাবে অধিকৃত ফিলিস্তিনের ইয়াফা অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলের ন'হাল সুরিক ঘাঁটিতে ফিলিস্তিন-দুই নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেছেন, এই সফল ও নিখুঁত হামলায় হয়েছে ওই ঘাটিতে আগুন ধরে গেছে। 

হামাসের প্রতি ইয়েমেনের আহ্বান: হামাসকে যে কোনো সময়ে ইয়েমেনে স্বাগত জানানো হবে

সম্প্রতি মার্কিন ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলো তুরস্ক ও কাতারে হামাসের দপ্তর বন্ধ করে দেয়া সংক্রান্ত নানা গুজব প্রচার করেছে। এ অবস্থায় ইয়েমেনের বিপ্লবী সরকারের সশস্ত্র বাহিনী ও জনগণ হামাসের নেতৃবৃন্দের প্রতি ঘোষণা করেছেন যে ইয়েমেনে তাদেরকে যে কোনো সময়ে ও কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্বাগত জানানো হবে।  

ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক বদরুদ্দিন হুউসিসহ এ আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন, হামাসের সব সেনা বা কর্মীকে তাদের ইচ্ছা অনুযায়ী যতকাল তারা দরকার মনে করবেন ততকাল তাদের ইয়েমেনে থাকার ব্যাপারে, জিহাদ অব্যাহত রাখার ব্যাপারে ও তাদেরকে সব ধরনের সহযোগিতা দেয়ার ব্যাপারে স্বাগত জানাবে ইয়েমেনি জনগণ।

কাতারের কর্মকর্তারা হামাসের নেতৃবৃন্দকে দোহা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে বলে যেসব খবর প্রচারিত হয়েছে হামাসের কর্মকর্তারা তা ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। 

ফিলিস্তিনি ও লেবাননের সংগ্রামের প্রতি সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার

এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি ও লেবাননের সংগ্রামের প্রতি সহায়তা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। গাজা ও লেবাননে ইসরাইলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হওয়া ও গাজা থেকে অবরোধ ওঠানো না পর্যন্ত ইসরাইল বিরোধী সেনা অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। 

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী ও ভূমধ্য সাগরে ইসরাইলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে অভিযান চালিয়ে আসছে। আর এইসব অভিযান বন্ধের লক্ষ্যে সম্প্রতি ইয়েমেনে হামলা চালাচ্ছে ইঙ্গ-মার্কিন বাহিনী।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ২০২৩ সালের নভেম্বর মাস থেকে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্য জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এ ছাড়াও মাঝে মধ্যে ইসরাইলের ভেতরেও তেলআবিব, হাইফা ও এইলাত বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন। #  

পার্সটুডে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।