সুমুদ নৌবহরের পরও জাহাজ আসবে ও অবরোধ ভাঙবে: ফরাসি সংসদ সদস্য
-
রিমা হাসান
পার্সটুডে- ফ্রান্সের রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান বলেছেন, স্বাধীনতা অর্জনে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়বেন না। আন্তর্জাতিক জলসীমায় সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে অবস্থানকালে এক পর্যায়ে তার জাহাজটি ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়।
এই ফরাসি সংসদ সদস্য আরও বলেন, “যদি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো গাজার অবরোধ ভাঙতে না পারে, তাহলে পরবর্তীতে আরো জাহাজ আসবে এবং সেগুলো গাজা অবরোধ ভাঙবে।”
বুধবার (২ সেপ্টেম্বর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে রিমা বিশ্ব সম্প্রদায়ের কাছে দখলদার ইসরায়েলের অর্থনীতি অচল করার আহ্বান জানান এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্রান্সে দেশব্যাপী সংহতি প্রকাশে ফরাসিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গাজা উপকূল থেকে ৩০ মাইল দূরে অবস্থানকালে তাদের ওপর হঠাৎ আক্রমণ চালানো হয়। ফিলিস্তিনের পতাকা হাতে এক ভিডিওতে রিমা দৃঢ়ভাবে বলেন, “স্বাধীনতার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা হাল ছাড়ব না।”
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। বহরে প্রায় অর্ধশত দেশের প্রায় ৫০০ মানুষ অংশগ্রহণ করেছেন, যার মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।