ইরান–রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব চুক্তি কার্যকর / ন্যাটো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে- সার্বিয়া
https://parstoday.ir/bn/news/world-i152606-ইরান_রাশিয়ার_কৌশলগত_অংশীদারিত্ব_চুক্তি_কার্যকর_ন্যাটো_যুদ্ধের_প্রস্তুতি_নিচ্ছে_সার্বিয়া
পার্স টুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও রাশিয়ার মধ্যে 'সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি' ২ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ২০২৫ সালের ১৭ জানুয়ারি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান  ৪৭ ধারাবিশিষ্ট এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেছিলেন।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
অক্টোবর ০৩, ২০২৫ ১৭:১১ Asia/Dhaka
  • ২০২৫ সালের ১৭ জানুয়ারি মস্কোতে চুক্তিপত্র হাতে ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ান
    ২০২৫ সালের ১৭ জানুয়ারি মস্কোতে চুক্তিপত্র হাতে ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেশকিয়ান

পার্স টুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও রাশিয়ার মধ্যে 'সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি' ২ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ২০২৫ সালের ১৭ জানুয়ারি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান  ৪৭ ধারাবিশিষ্ট এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেছিলেন।

বিবৃতিতে বলা হয়, এই চুক্তি ইরান ও রাশিয়ার নেতাদের ইচ্ছাকে প্রতিফলিত করছে—যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয় এবং পারস্পরিক সম্মান, সুসম্পর্ক ও জনগণের যৌথ স্বার্থের ভিত্তিতে সহযোগিতা শক্তিশালী হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান–রাশিয়ার সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক মাইলফলক এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার অঙ্গীকার বহন করে। এই গুরুত্বপূর্ণ দলিলটি কূটনীতি, অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান–প্রযুক্তি, জ্বালানি, বিনিয়োগ, প্রতিরক্ষা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার অগ্রাধিকার ও ক্ষেত্রসমূহ স্পষ্টভাবে নির্ধারণ করেছে এবং পারস্পরিক স্বার্থ সুরক্ষা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং জাতিসংঘ সনদের নীতিমালার বিপরীতে বাড়তে থাকা হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সমন্বয় ও সহযোগিতার ভিত্তি গড়ে তুলেছে।

সমুদ্র বহর 'সুমুদ"–এর আটক ব্যক্তিদের অনশন

গাজা উপত্যকার অবরোধ ভাঙার আন্তর্জাতিক কমিটি জানিয়েছে: গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের আটক কিছু কর্মী গ্রেপ্তারের মুহূর্ত থেকেই অনির্দিষ্টকালের অনশনে অংশ নিয়েছেন। সুমুদ বহরের ৪৭৩ জন কর্মীকে ইসরাইলি কৎসিয়ুত কারাগারে স্থানান্তর করা হয়েছে। গাজা অবরোধ ভাঙার লক্ষ্যে সামুদ বহরের ৯টি জাহাজ এখনও যাত্রা অব্যাহত রেখেছে এবং বর্তমানে গাজা থেকে ৪৭০ মাইল দূরত্বে অবস্থান করছে।

গাজা ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে বিক্ষোভ

ইয়েমেনের জনগণ আবারও দেশের বিভিন্ন শহরে গাজার মানুষের সমর্থনে বিক্ষোভ করেছে এবং ইসরাইলি দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনে গণহত্যা নিন্দা করেছে।

ইস্তাম্বুলে মোসাদ গুপ্তচর গ্রেপ্তার

অন্যদিকে, তুরস্কের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী যৌথ অভিযানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক প্রধান এজেন্টকে ইস্তাম্বুলে গ্রেপ্তার করেছে। তুর্কি কর্তৃপক্ষ জানায়, ওই গুপ্তচরের নাম সারকান চিচেক। প্রমাণে দেখা যাচ্ছে যে, চিচেককে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিম এশিয়ায় ইসরাইলি নীতির বিরোধী এক ফিলিস্তিনি কর্মীর বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য।

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাছে শেভরন কোম্পানির এক শোধনাগারে বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 'এল সেগুন্ডো' শোধনাগারে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে এবং আগুনের শিখা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত আছে তবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ পর্যন্ত হতাহতের খবর বা এলাকা খালি করার বিষয়ে কোনো ঘোষণা আসেনি, তবে অগ্নিকাণ্ড অব্যাহত রয়েছে।

সার্বিয়ার প্রেসিডেন্ট: ন্যাটো সদস্যরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ বলেছেন, ন্যাটো সদস্য দেশগুলো প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ভুচিচ আরও যোগ করেন, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ভবিষ্যতের সামরিক সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে।#

পার্সটুডে/এমএআর/৩