গাজার পানিসীমায় প্রবেশ করল সুমুদ নৌবহরের প্রথম জাহাজ
https://parstoday.ir/bn/news/event-i152584-গাজার_পানিসীমায়_প্রবেশ_করল_সুমুদ_নৌবহরের_প্রথম_জাহাজ
পার্সটুডে-ইসরাইলি বাধা পেরিয়ে সামুদ নৌবহরের প্রথম জাহাজ গাজা উপত্যকার আঞ্চলিক পানিসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
অক্টোবর ০২, ২০২৫ ১৬:৫০ Asia/Dhaka
  • গাজার পানিসীমায় প্রবেশ করল সুমুদ নৌবহরের প্রথম জাহাজ
    গাজার পানিসীমায় প্রবেশ করল সুমুদ নৌবহরের প্রথম জাহাজ

পার্সটুডে-ইসরাইলি বাধা পেরিয়ে সামুদ নৌবহরের প্রথম জাহাজ গাজা উপত্যকার আঞ্চলিক পানিসীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল সুমুদ নৌবহরের সামনে কঠোর বাধা তৈরি করে ১৩টি জাহাজ আটক করেছে। আটক করার সময়, সংবাদসূত্রগুলো জানিয়েছে: সুমুদ নৌবহরের প্রথম জাহাজ হিসেবে "মেকোন্নো-আল-বিরেহ" জাহাজটি গাজা উপত্যকার আঞ্চলিক পানিসীমায় প্রবেশ করেছে।

আল জাজিরার একজন প্রতিবেদকের উদ্ধৃতি দিয়ে ফিলিস্তিনি তথ্য কেন্দ্র ঘোষণা করেছে: এটি গ্লোবাল সুমুদ নৌবহরের প্রথম জাহাজ যা ইসরাইলি নৌবাহিনীর বাধা অতিক্রম করতে সফল হয়েছে। এই জাহাজটি সুমুদ নৌবহরের একটি স্বাধীন জাহাজ, যেটি গাজা উপত্যকায় অবরুদ্ধ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক রুট ধরে যাত্রা শুরু করেছিল। "গ্লোবাল সুমুদ ক্যারাভান" বেশ কয়েকটি জাহাজ নিয়ে গঠিত। সেপ্টেম্বরের শুরুতে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে সুমুদ যাত্রা শুরু করে এবং বিশ্বের ৪০টি দেশের ৫০০ জনেরও বেশি কর্মী এই বৈশ্বিক নৌবহরে অংশ নিয়েছে।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।