ইহুদিবাদী সৈন্যদের মানসিক পুনর্বাসন সংকট থেকে সর্বশেষ মৃত্যুর সংখ্যা পর্যন্ত
https://parstoday.ir/bn/news/west_asia-i152594-ইহুদিবাদী_সৈন্যদের_মানসিক_পুনর্বাসন_সংকট_থেকে_সর্বশেষ_মৃত্যুর_সংখ্যা_পর্যন্ত
পার্সটুডে - একটি ইহুদিবাদী সংবাদমাধ্যম স্বীকার করেছে যে বেশিরভাগ ইসরায়েলি সৈন্যদের মানসিক পুনর্বাসনের প্রয়োজন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০২, ২০২৫ ১৯:১২ Asia/Dhaka
  • ইহুদিবাদী সৈন্যদের মানসিক পুনর্বাসন সংকট থেকে সর্বশেষ মৃত্যুর সংখ্যা পর্যন্ত

পার্সটুডে - একটি ইহুদিবাদী সংবাদমাধ্যম স্বীকার করেছে যে বেশিরভাগ ইসরায়েলি সৈন্যদের মানসিক পুনর্বাসনের প্রয়োজন।

তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে অনুসারে,হিব্রু সংবাদপত্র ইস্রায়েল হায়োম স্বীকার করেছে যে বর্তমানে ২০ হাজারের বেশি আইডিএফ সৈন্য এবং তাদের আহতরা শাসনব্যবস্থার বিভিন্ন হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে হাসপাতালে ভর্তি যাদের মধ্যে ৫৬% যুদ্ধ এবং আঘাতের কারণে সৃষ্ট মানসিক প্রতিক্রিয়ায় ভুগছেন।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের সমস্ত যুদ্ধে আহত ৮১,৭০০ জনকে চিকিৎসা দিচ্ছে,যার মধ্যে প্রায় ৩১,০০০ জন মানসিক অসুস্থতা এবং ট্রমায় আক্রান্ত (যুদ্ধে আহত মোট সংখ্যার ৩৮%)। তদনুসারে, আহতদের মধ্যে ৪৫% শারীরিক আঘাত, ৩৫% মানসিক আঘাত এবং ২০% সম্মিলিত আঘাত (শারীরিক এবং মানসিক উভয়) ভোগেন। ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের অনুমান ২০২৮ সালের মধ্যে পুনর্বাসন বিভাগ ১০০,০০০ আহতকে চিকিৎসা দেবে যাদের মধ্যে ৫০,০০০ মানসিক আঘাতে ভুগবে।

অন্যদিকে, ইসরায়েলি পরিসংখ্যান কেন্দ্র অধিকৃত অঞ্চলের বাসিন্দাদের উপর একটি নতুন জরিপের ফলাফল প্রকাশ করেছে। এই পরিসংখ্যান অনুসারে, ১৩ শতাংশ ইহুদিবাদীরা ক্রমাগত চাপের মধ্যে থাকে, ২৭ শতাংশ অতিরিক্ত ওজনের, স্থূলকায় বা খুব স্থূলকায়, ১২ শতাংশ আর্থিক সমস্যার কারণে দাঁতের চিকিৎসা এড়িয়ে চলে এবং ২১ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ১০ শতাংশ ধূমপান করে।

এই পরিসংখ্যান অনুসারে, অধিকৃত অঞ্চলের মোট জনসংখ্যা ১০,১৪৮,০০০, যার মধ্যে ৭৬ শতাংশ ইহুদি, ২১ শতাংশ বিদেশী অভিবাসী এবং ৩ শতাংশ আরব। তাদের মধ্যে ২৭ শতাংশ পরিবারের মাসিক খরচ মেটাতে অসুবিধা হয়।

ইসরায়েলি পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুসারে, গত বছরে অধিকৃত অঞ্চলগুলোতে মৃত্যুর সংখ্যা ছিল ৫১,৮৮৮, যার মধ্যে ২৩% ক্যান্সারে, ১২% হৃদরোগে এবং ৬৫% অন্যান্য কারণে মারা গেছে।#

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।