ইসরায়েলি কারাগারে অনশন করছেন সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা
পার্সটুডে- ইহুদিবাদী ইসরায়েলি নৌবাহিনীর অবৈধ অভিযানে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছে। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অন গাজা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক জলসীমায় আটক কর্মীদের মুখোমুখি হয়ে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেনগাভির তাদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন। বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেনগাভিরের মন্তব্যেরও তীব্র নিন্দা জানান তারা।
কমিটির পক্ষ থেকে এক্স-এ দেয়া বিবৃতিতে বলা হয়, গণহত্যার দায়ীদের কাছ থেকে এর চেয়ে আলাদা কিছু প্রত্যাশা করার নেই। তারা তাদের মন্ত্রীকে পাঠিয়েছেন, যিনি দেহরক্ষীদের নিরাপত্তা বলয়ে থেকে বিশ্বজুড়ে ৫০টি দেশের শান্তিকামী কর্মীদের সামনে দাঁড়িয়ে উদ্ধত আচরণ করছেন।
সুমুদ নৌবহরের ৪৭৩ জন অধিকারকর্মীকে ইসরায়েলের কেটসিয়োট কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সুমুদ নৌবহরের মিশন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল: আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, সুমুদ নৌবহরের মিশন ছিল শান্তিপূর্ণ এবং এর লক্ষ্য ছিল গাজার মানবিক বিপর্যয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা। তিনি আরও জানান- সুমুদ নৌবহর ও আইরিশ নাগরিকদের নিরাপত্তা নিয়ে তিনি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সুমুদ নৌবহরে হামলার নিন্দা জানাল আলবা জোট
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর সমন্বয়ে গঠিত আলবা জোট এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই হামলা আধুনিক জলদস্যুতা ও সন্ত্রাসবাদী পদক্ষেপ। জোটের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই হামলার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল আবারও তার অপরাধী চরিত্র সবার সামনে তুলে ধরেছে।
সুমুদ নৌবহরের সুইডিশ অধিকারকর্মীর ভিডিও বার্তা
সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ এক ভিডিও বার্তায় বলেছেন, “আমি ইসরায়েলি সেনাদের হাতে অপহৃত হয়েছি। আমাদের মানবিক মিশন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইন ভিত্তিক। অনুগ্রহ করে আমার সরকারকে জানান- তারা যেন আমার ও অন্য আটককৃতদের তাৎক্ষণিক মুক্তির দাবি জানায়।”
ইসরায়েলি মন্ত্রীর উসকানি
ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র অধিকারকর্মীদের উদ্দেশে বলেন-“তোমরা সন্ত্রাসী।”#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।