আমেরিকাকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
‘সামনে এগিয়ে যাওয়ার পথটি যেন সম্মানের সাথে শুরু হয়’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার বানোয়াট দৃশ্যকল্পের নিন্দা করে বলেছেন, সামনে এগিয়ে যাওয়ার পথটি যেন সম্মানের সাথে শুরু হয়।
গতকাল (শনিবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। এর একদিন আগে মার্কিন আইন মন্ত্রণালয় দাবি করে যে, ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে ইসলামী প্রজাতন্ত্র ইরান রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে একটি হত্যা-পরিকল্পনায় মদদ দেয়।
আব্বাস আরাকচি তার পোস্টে বলেন, “আমেরিকার জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন এবং তাদের পছন্দমতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি সম্মান প্রদর্শন করে ইরান। কোন পথে তারা এগুবে সেটাও তারা বেছে নিতে পারেন। তবে সম্মানের সাথে পথ চলা শুরু হোক।”
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার কয়েক ঘন্টা পর তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের কথা উল্লেখ করে আব্বাস আরাকচি আরো বলেন, ওই সময় হানিয়াকে হত্যা আর ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টা আগে তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলা -একই উদ্দেশ্য হাসিলের জন্য।
আব্বাস আরাকচি বলেন, “প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ নেয়ার কয়েক ঘণ্টা পর তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার কথা মনে আছে? সবাই জানে কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন আরেকটি নির্বাচনের পর একই উদ্দেশ্যে এই মনগড়া দৃশ্যপটের অবতারণা করা হলো।”#
পার্সটুডে/এসআইবি/১০