বিমান হামলা চালিয়ে লেবাননের ২ সৈন্যকে হত্যা করল ইহুদবিাদী ইসরাইল
(last modified Mon, 18 Nov 2024 04:18:14 GMT )
নভেম্বর ১৮, ২০২৪ ১০:১৮ Asia/Dhaka
  • বিমান হামলা চালিয়ে লেবাননের ২ সৈন্যকে হত্যা করল ইহুদবিাদী ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থিত দেশটির একটি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে। হামলায় লেবাননের দুই সৈন্য নিহত ও অপর কয়েকজন আহত হয়েছেন।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, দক্ষিণ লেবাননের আল-মারি শহরে সেনা সদস্যরা ইসরাইলি হামলার শিকার হন।

বিবৃতিতে বলা হয়, “ইসরাইলি শত্রু একটি সেনা সমাবেশে সরাসরি হামলা চালিয়েছে। হামলায় লেবানের দুই সৈন্য নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।”

এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর মাসে গাজা ও লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে তিন ডজন লেবাননি সৈন্য নিহত হলেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নাজিব মিকাতির দপ্তর।

ওই দপ্তর বলেছে, ইসরাইলি হামলায় আরো দুই সৈন্য শহীদ হওয়ার ফলে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দখলদার সেনাদের হামলায় শহীদ সৈন্য সংখ্যা ৩৬ জনে পৌঁছাল। প্রধানমন্ত্রী মিকাতি বলেছেন, “এসব সৈন্য তাদের মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।”

দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ চললেও লেবাননের সেনাবাহিনী কার্যত এ সংঘাত থেকে নিজেকে দূরে রেখেছে। কিন্তু তারপরও তারা দখলদার সেনাদের বর্বরোচিত হামলা থেকে বাঁচতে পারছে না।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৮