ইউক্রেন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় রুশ পরমাণু নীতিতে পরিবর্তন
ইউক্রেন ও তার মিত্রদের ওপর পারমাণবিক হামলার নীতি অনুমোদনে পুতিনের সই
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতীয় পরমাণু ডকট্রিনে পরিবর্তন এনেছেন এবং নতুন ডিক্রি জারি করেছেন। এই ডিক্রি অনুসারে মস্কো এখন ইউক্রেন ও তার মিত্রদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর পর গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পরমাণু ডিক্রিতে পরিবর্তন আনলেন।
ইউক্রেনকে আমেরিকা আগেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে বাইডেনের সিদ্ধান্তের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ সাংবাদিকদের বলেন, বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে রাশিয়ার সাথে পশ্চিমাদের সরাসরি যুদ্ধে জড়িয়ে দেয়ার ব্যবস্থা করল।
ইউক্রেনের হামলার পর রাশিয়া যে পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে এর ধারাবাহিকতায় মস্কো পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, নতুন ডকট্রিনে প্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার দেয়া হয়েছে। তিনি জানান, প্রচলিত অস্ত্র যদি রাশিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মারাত্মক হুমকি সৃষ্টি করে তাহলে রাশিয়ার সেনারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে।
পেসকভ সুস্পষ্ট করে বলেন, পরমাণু শক্তিধর দেশ সমর্থিত কোনো দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলে রাশিয়ার পরমাণু ডকট্রিন অনুসারে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। নতুন ডিক্রিতে এই অনুমতি দেয়া হয়েছে যে, মার্কিন সমর্থিত ইউক্রেন সরকার যে হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে এবং ইউক্রেন ও মার্কিন স্থাপনাগুলোতে সরাসরি হামলা করা হতে পারে।
নতুন ডকট্রিনে পরিষ্কার করে বলা হয়েছে, পরমাণু শক্তিধর দেশের অংশগ্রহণ অথবা সমর্থনে যদি পরমাণু অস্ত্রবিহীন কোনো দেশ রাশিয়ার ওপর হামলা চালায় তাহলে এই হামলাকে তাদের যৌথ হামলা বলে ধরে নেয়া হবে।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।